অবুঝ মন ---- শঙ্খ শুভ্র চক্রবর্তী

 অবুঝ মন 

***

কলমে ---- শঙ্খ শুভ্র চক্রবর্তী


শান্ত আমার হূদয় আজি ,ক্লান্তী আমার চোখে ,

আঁধার এসে কখন যেন ভীড় করেছে মনে | 

কালো রাতের সিঁড়ি বেয়ে, 

আকাশ আমায় দূরে নিয়ে যায় ,

বন্ধ চোখের অতল তলায় .

হারানো শৈশব খুঁজে পায় |

স্বজন কতো হারিয়ে গেছে ,

বন্ধুরা সব দূরে গেছে ,

নির্জনতা  সঙগী হয়ে নীরবতার হাত ধরেছে |

বন্ধ চোখের ও পারেতে ছুট মারি খালি পায়ে , সবূজ ঘাসের আলতো ছোঁয়ায়, 

ছেলেবেলা ডাক দিয়ে যায় l

বাউলের একতারাটা সূর তুলেছে প্রাণের পাড়ে,

সময়ের  খেয়া হৃদয় কূলে,

জানিনা কখন এসেছে ভুলে,

মন যে আমার পাগলপারা,

আমার আমিত্ব, নিজেতে মত্ত,

বাউন্ডুলে মন মানে না,বৃথাই ভেবে মরে l///


*******


3 comments:

  1. বাহ বেশ লিখেছো শঙ্খ শুভ্র !মন টা ছুঁয়ে গেলো!

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো

    ReplyDelete
  3. ছোট্ট অথচ প্রাণবন্ত রচনা। বন্ধুরা সব দূরে গেছে নির্জনতা সঙ্গী হয়ে নীরবতার ....।
    ভাইরাসের ভ‍্যাকসিন এসেছে। সবাই নিয়ে নিন। নির্জনতা , নীরবতা , বিচ্ছিন্নতা আবার কেটে যাবে।

    ReplyDelete

বর্ণপরিচয়