শ্রদ্ধাঞ্জলি সভা: প্রয়াত শৈবাল গুপ্ত

 









https://www.facebook.com/144263905927907/posts/1386043035083315/?sfnsn=wiwspmo

পূর্ণেন্দু মূখার্জীর শোকসভা: পাটলীপুত্র শাখা

 আমাদের একান্ত আপনজন প্রফেসর পূর্ণেন্দু মূখার্জীর মৃত্যুতে আমরা শোকাহত।

বি বা স পাটলিপুএ শাখার পক্ষ থেকে ৮ই ফেব্রয়ারি বুধবার বিকেল ৫ টায় তাঁর শোকসভার আয়োজন করা হয়। স্থান - রাজা রামমোহন সেমিনারি।






নেতাজী জয়ন্তী ২৩শে জানুয়ারি ২০২১: ভাগলপুর শাখা: বিহার বাঙালি সমিতি









 

২৬শে জানুয়ারি: কাটিহার শাখা

 







স্মরণ সভা: পূর্ণিয়া শাখা

 গত ৩রা ফেব্রুয়ারি ২০২১ সমিতি কার্য্যালয়ে স্মরণ সভা আয়োজিত হয়। এই সভায় শ্রদ্ধা ও সম্মান জানান হয় প্রয়াত রামায়ণ প্রসাদ,অন্জন মুখার্জি,দিলীপ কুমার দে ও সন্জয় ব্যানার্জিকে।সামাজিক দায়বদ্ধতার কাজে তাঁদের প্রত্যেকের ভূমিকার কথা আলোচিত হয়।এঁরা ছিলেন সমিতির গুরুত্বপূর্ণ পদে।এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল আমাদের।সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতনু মিত্র (সচিব)



অজয় সান্যাল (সভাপতি), অমিত কুমার ভট্টাচার্য্য (কোষাধ্যক্ষ), তারাশঙ্কর চ্যাটার্জি,নারায়ণ চন্দ্র দাস,রবীন্দ্র কুমার নাহা,আলো রায়,সুস্মিতা ভট্টাচার্য্য,চৈতালী সান্যাল,মিঠু সাহা,রন্জুশ্রী দাস,প্রসেনজিৎ কুমার দাস,বিকাশ চন্দ্র মৈত্র (বুলন)এন যাদব,মিথিলেশ কুমার,সকলের স্মৃতিচারণার পর সভায় প্রয়াত প্রিয়জনদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রতিবেদন - নারায়ণ চন্দ্র দাস

বিবেকানন্দ জয়ন্তী; বরারী শাখা: বিহার বাঙালি সমিতি

 








নেতাজী জয়ন্তী: চম্পানগর শাখা

 








পূর্ণেন্দুদার অন্তিম যাত্রা

 পূর্ণেন্দুদার অন্তিম যাত্রার সঙ্গী হতে পেরেছি। গড়িয়া মহাশ্মশান, কলকাতায় তাঁর অন্তিম সৎকার হল।


সুনির্মল দাশ

পূর্ণেন্দুশেখর মুখোপাধ‍্যায়: প্রয়াত

 বিহার বাংলা একাডেমির অন‍্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি, প্রেমচাঁদ শরৎচন্দ্র সমিতির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, পাটনা বি এন কলেজে গোপাল হালদারের প্রিয় ছাত্র ও পরে বাংলার বিভাগীয় প্রধান, ভারতে সর্বত্র ভাষা সংখ্যালঘুদের মাতৃভাষায় শিক্ষালাভের অধিকার অর্জনের সংগ্রামে নিবেদিত প্রাণ, বিহারের সর্বত্র ভাষা সংখ্যালঘুদের মাতৃভাষায় পঠন পাঠন সুনিশ্চিত করার কাজে মগ্ন থেকে পূর্ণেন্দুশেখর মুখোপাধ‍্যায় বুধবার 3 ফেব্রু য়ারি ভোরে তাঁর কলকাতার ভবনে প্রয়াত হয়েছেন। জানালেন তাঁর স্ত্রী চৈতালি মুখোপাধ‍্যায় 8902313012



বিদ‍্যাসাগর ও রোকেয়া চর্চায় তিনি ছিলেন অন‍্যতম দিশারী। বিদ‍্যাসাগরের হারিয়ে যাওয়া কার্মাটাঁড় বাড়ি খুঁজে পেতে তিনি ছিলেন  অধ‍্যাপক গুরুচরণ সামন্তর সঙ্গী। বিহারে মাধ‍্যমিকে বাংলা পাঠে শিক্ষাব্রতী রোকেয়া অন্তর্ভূক্ত হন তাঁরই উদ‍্যোগে। অধ‍্যাপক পূর্ণেন্দু মুখোপাধ‍্যায়ের কর্মময় জীবনের অবসানে আমরা শোকাভিভূত। তাঁর স্মৃতিতে গভীর শ্রদ্ধা শোকমগ্ন স্বজন বন্ধুর আমরা সহমর্মী। 

খবরটি পেলাম শ্রদ্ধেয় প্রাণতোষ বন্দ্যেপাধ্যায়ের পোস্ট থেকে।

বিদ‍্যাসাগর চর্চা ও গবেষণা কেন্দ্র কলকাতা  এবং  রি ভা র - রোকেয়া ইনস্টিট‍্যুট অব ভ‍্যালু এডুকেশন এ‍্যান্ড রিসার্চ শাখাওয়াত স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ‍্যালয় কলকাতা 7000071

অজয় স্যানাল, পূর্ণিয়া

26 জানুয়ারি 2021 গণতন্ত্র দিবস পালন: বিহার বাঙ্গালী সমিতি: বরারী শাখা

 বিহার  বাঙ্গালী  সমিতির  বরারী শাখা   26  জানুয়ারি  2021  গণতন্ত্র   দিবসে সামুদায়ীক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে  গণতন্ত্র  উৎসব উদযাপন করে।উভয় অনুষ্ঠানে সমিতির সদস্য গণ, সভাপতি তরুণ ঘোষ,ডাঃ অরুণ নারায়ণ গোস্বামী, অশোক  সরকার, অসীম  পাল, শোভারাম রাজবংশি, ভগবান রাজবংশি,  হরে  রাম রাজবংশি ,  সুব্রত  মালাকার , ভীম দাস, কেন্দ্রীয় সংযুক্ত সচিব তাপস ঘোষ , ধরণী  কিশোর  সরকার,  বিজয় কিশোর  সরকার,  তপন  চন্দ্র  দাস, অনুকূল সাহা, চন্দন পাল, সমাজসেবিকা  শ্রীমতী  স্বেতা  সুমন,  রুপালি   দাস  ও  অন্যান্য  অনেক  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।



তাপস ঘোষ 

কেন্দ্রীয় সংযুক্ত সচিব 

যোন 2

নেতাজী সুভাষ চন্দ্র বোস

 ১৮ আগস্ট ২০২০ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, পূর্ব মুখ্যমন্ত্রী রঘুবর দাস, বিজেপির সংসদ নিশিকান্ত দুবে নেতাজি সুভাষ চন্দ্র বোসের তিরোধান দিবস পালন করেন । তারই প্রতিবাদ করে কেন্দ্র সরকারের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের পক্ষ থেকে আবেদন দিয়ে জানতে চেয়ে ছিলাম, কেন্দ্র সরকার কি নেতাজির মৃত্যু দিবস ঘোষণা করেছে । তারই উত্তর পাঠিয়েছেন কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি অজয় কুমার চক্রবর্তী মহাশয় । ওই পত্রে লিখেছেন ন্যাশনাল আর্কাইভ এ মুখার্জি কমিশনের রিপোর্ট সহ সব তথ্য দেওয়া আছে । মুখার্জি কমিশনের রিপোর্টে লেখা হয়েছে তাইহুকু বিমান বন্দরে নেতাজির বিমান দুর্ঘটনা হয়নি ।



বর্ণপরিচয়