বহির্বঙ্গ ও বাংলা সাহিত্য: গবেষণাধর্মী সংকলন গ্রন্থ প্রকাশনা

বহির্বঙ্গ ও বাংলা সাহিত্য

এই বিষয়ে ISBN নম্বর সহ একটি গবেষণাধর্মী সংকলন গ্রন্থ প্রকাশনা কার্যে ব্রতী হয়েছি।

      একটু লক্ষ্য করলে দেখা যায় বাংলা সাহিত্যের বিরাট অংশজুড়ে আছে বিহারপ্রেক্ষাপটহিসেবে এসেছে বিহার, ঝাড়খন্ড। বাংলা সাহিত্যের চর্চা হয় ত্রিপুরা ও অসমের বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যাকায়। আন্দামান, দিল্লি এবং উত্তরপ্রদেশেও। পশ্চিমবঙ্গের বাইরে ভারতের বিভিন্ন প্রদেশে বাঙালির বাংলা সাহিত্য চর্চা এবং বাংলা সাহিত্যে যেভাবে বহির্বঙ্গ প্রেক্ষাপট  হিসেবে এসেছে এবং  চিন্তা চেতনাকে সমৃদ্ধ করেছে। এই সমস্ত বিষয় মাথায় রেখে আমাদের একটি গবেষণাধর্মীগ্রন্থ সংকলনের প্রচেষ্টা করা হচ্ছে।

     সম্পাদক

প্রফেসর বিকাশ পাল, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় ( বিভাগীয় প্রধান)

তিলক মন্ডল,  নীলকমল বাগুই

         তাই এই বিষয়ে আপনাদের কাছে গবেষণাধর্মী প্রবন্ধ আহ্বান করা হচ্ছে।

লেখা পাঠানোর জন্য নিম্নের নিয়মাবলী অনুসরণ করুন --

১. প্রবন্ধের শব্দ সংখ্যা ২৫০০ থেকে ৩০০০  শব্দের মধ্যে। প্রবন্ধটি মৌলিক হ‌ওয়া বাঞ্ছনীয়। লেখাটি যেন Plagiarism দোষে দুষ্ট না হয়।

২. উদ্ধৃতি ব্যবহার করার সময়  এমএলএ নিয়ম মেনে তথ্যসূত্র পরিবেশন করবেন।

৩. লেখা টাইপ করে পাঠাবেন অভ্র কীবোর্ড এ, Doc এবং pdf উভয় ফাইলে লেখা পাঠাবেন।

৪. প্রাবন্ধিকগণ নাম, ফোন নম্বর, ইমেইল সহ তাদের পরিচয় উল্লেখ করবেন।

৫. কোন বিষয়ের উপর প্রবন্ধ লিখছেন তা আমাদের আগে থেকে জানিয়ে  দেবেন। প্রবন্ধের বিষয় যাতে একই না হয় সেই কারণে নিজের বিষয় আগে থেকে জানাবেন।

৬. একই বিষয়ের উপর একাধিক লেখা না থাকাই শ্রেয়।

৭. প্রবন্ধ নির্বাচিত হলে জানিয়ে দেওয়া হবে।

৮. ৩০ নভেম্বর ২০২০ মধ্যে লেখা পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

৮. প্রবন্ধ পাঠাবেন

nilkamalbagui23@gmail.com, tilokmondal2014@gmail.com  

প্রয়োজনে কথা বলুন :- তিলক মন্ডল- 7003298145, নীলকমল বাগুই - 8910474691


No comments:

Post a Comment

বর্ণপরিচয়