আজ ২৯শে জুলাই। পণ্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ১৩০ তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে আজ সন্ধ্যায় রামনারায়ণপুর সপ্তক শিল্পীচক্রের ব্যবস্থাপনায় এক ঘরোয়া পরিবেশে বিদ্যাসাগর স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শ্রীমতী রেবারানী মণ্ডল। আবৃত্তি পরিবেশন করেন রিয়া মাইতি ও সপ্তর্ষি মণ্ডল। "কার্মাটারে বিদ্যাসাগর" এই প্রসঙ্গে আলোচনা করেন শ্রী তারক চন্দ্র মন্ডল। সঙ্গীত পরিবেশন করেন শ্রেয়সী মণ্ডল। এরপর শ্রী তারক মাজি রচিত " আলোর দিশারী বিদ্যাসাগর " সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয় সমবেত ভাবে। বিদ্যাসাগরের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন শ্রী শ্যামল মণ্ডল। সমগ্র অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে ছিলেন শ্রীমতী রেবারানী মণ্ডল ও শ্রীমতী মিতা মণ্ডল।
Subscribe to:
Post Comments (Atom)
-
সত্ত্বা ======== কলমে -- শঙ্খ শুভ্র চক্রবর্তী আমিও তাদেরই একজন আমার এ হৃদয় জুড়ে, তরঙ্গে তরঙ্গ ছোটে, মেঘেতে লুকাইলো চাঁদ l আমারো হৃদয় ...
-
বিদ্যাসাগর ও আজকের পরিবেশ ভাবনা ড . কালীপদ প্রধান ছোট্ট একটি ঘটনা দিয়ে এ আলোচনা আরম্ভ করা যাক । এক সময় ব...
-
(১) আজ আমার রিক দাদাভাইয়ের বিয়ে। সারাবাড়িটা যেন আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। সবাই আজ কত খুশি! নতুন বৌমণি ঘরে আসবে বলে কথা। আমার দাদাভাইটাকেও...
No comments:
Post a Comment