দ্বিশত বর্ষের প্রাক্কালে ! : দেবাশীষ মিশ্র, জামতাড়া

 

দ্বিশত বর্ষের প্রাক্কালে !

                          দেবাশীষ মিশ্র, জামতাড়া

ভুলে গেলেই তো ভালো হয়,

অনেককেই তো ভুলে গেছ

কোন প্রয়োজন আছে কি মনে পড়ানোর?

চলমান সমাজের বিস্মৃতির অতলে সবকিছু!

মনে করাতে চাইলেও, মনে ধরেনা।

 

রাস্তার মোড়ে মুন্ডপাত

অকারণে কালিমালেপন!

কে বলে তোমাদের এইসব করতে?

অনেক ধ্বংসের পরও সত্য চিরকাল ....

তোমাদের গুরুঠাকুর! তারা বুঝি পারেনা!

সে স্পর্ধা নেই মুখ তুলে দাঁড়ানোর ..

ছবি ছিঁড়ে ফেল, ভেঙে ফেল মসিলিপ্ত মস্তক

 

লজ্জায় মুখ লুকবে কোথায়?

তবুও ওই গ্রামের ছেলেটা প্রতিদিন ..

একলা বসে আগলায় আমাকে।

জানো তো আমি ঈশ্বর নই মোটেও!

নাম শুধু আমার ঈশ্বর .....

No comments:

Post a Comment

বর্ণপরিচয়