ভাদু পার্বন

 ভাদু পার্বন

 



গ্রাম ঝাড়খণ্ডে চলছে ভাদু পার্বণের ধুম। গ্রামাঞ্চলে ধান রোয়ার পর ভদ্র মাসে খেতমজুরেরা এক মাস ব্যাপী ভাদু পার্বন করে। এই সময় ভাদুর প্রতিমা কে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভাদুর গান ও নৃত্য পরিবেশন করে চাল ও ভুট্টা সংগ্রহ করে মাসের শেষ দিন সাড়ম্বরে পালিত হয় ভাদুর জাগরণ। ভাদু ছিলেন কাশিপুর এর রাজার কন্যা ভদ্রাবতি। গ্রেটার বাংলার কাশিপুর বর্তমানে পুরুলিয়া জেলার অন্তর্ভুক্ত। ভদ্রাবতি সর্ব সাধারণ এর জন্য সেবা মুলক কাজ করতেন।গ্রামে গ্রামে কূপ ও পুকুর নির্মাণ করিয়ে ছিলেন ভদ্রাবতির অকাল প্রয়াণের পর তারই স্মৃতির উদ্দেশ্যে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও অধুনা ঝাড়খন্ডের সাঁতাল পরগনা, ধানবাদ এলাকায় পালিত হয় ভাদু পার্বন। ১৯১১ সালে পশ্চিম বঙ্গের অঙ্গছেদ করে বিহার ও২০০০ সালে ঝাড়খন্ড রাজ্য গঠন করা হয়। তবে ১০৯ বছর পর ও এখানে ভাদু পার্বন আয়োজন অব্যাহত আছে।

প্রতিবেদক  - গৌতম চট্টোপাধ্যায় ।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়