কমল চন্দ্র সরকার

 


কমল চন্দ্র সরকার

দেওঘর বাঙালী সমিতির পূর্ব  সচিব এবং পূর্ব অধ্যক্ষ  শ্রী কমল চন্দ্র সরকার গত ৪ অগাস্ট ইহলোক ত্যাগ করেন।  উনি বাঙালী সমাজের একজন সুপরিচিত এবং সর্বজনগ্রাহ্য ব্যক্তি ছিলেন। বাঙালীদের সমস্ত কাজে -- চাই বিয়ে  হোক, সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, দুঃস্থ মেয়েদের বিয়ের ব্যবস্থা করা  হোক, বাঙালী  সিনিয়র নাগরিকদের  পিকনিকের  ব্যবস্থাপনা হোক, শ্মশানে সৎকারের কাজ হোক সমস্ত কাজেই ভীষণ  ভাবে সক্রিয়  থাকতেন। বাঙালী সমাজের অনুষ্ঠানের দায়িত্ব নেওয়া ছাড়াও উনি আরো অনেক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ভারত বিকাশ পরিষদের উনি একজন  সক্রিয় সদস্য ছিলেন।

মৃত্যু কালে ওনার বয়স হয়েছিল ৭১ বছর। পরিবারে স্ত্রী  ছাড়াও  দুই মেয়ে  ও এক ছেলে আছেন-সবাই  প্রতিষ্ঠিত।

উনি ওরিয়েন্টাল ইনসিওরেন্স কোম্পানীর ম্যানেজার হয়ে অবসর নেন।

ওনার মৃত্যু দেওঘরের বাঙালী সমাজের এক বিরাট ও অপূরণীয় ক্ষতি।

ওনার আত্মার শান্তি কামনা করি। ওনার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়।

 

-     ডা০ নিমাই চন্দ্র গান্ধী


               বাঙালি সমিতি দেওঘর এর সভাপতি ও রাজনারায়ন বসু গ্রন্থাগারের উপ সভাপতি কমল চন্দ্র সরকার চিরতরে জন্য আমাদের ছেড়ে চলে গেলেন। কোলকাতার হসপিটালে ৪ আগস্ট ২০২০ হার্টফেল করে মারা যান। শনিবার (৮.৮.২০২০) সন্ধ্যায় রাজ নারায়ণ বসু লাইব্রেরিতে ওনার স্মৃতির উদ্দেশে শোক সভা আয়োজন করা হয়। বক্তব্য রাখেন ডা০ নিমাই চন্দ্র গান্ধী, মিহির লাল দাস। শোক সভায় লাইব্রেরি ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন ।               

 প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায় ।


No comments:

Post a Comment

বর্ণপরিচয়