অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৪ তম জন্মজয়ন্তী পালন

 

অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৪ তম জন্মজয়ন্তী












অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৪তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৭ সেপ্টেম্বর ২০২০ ভাষা কৃষ্টির মিলন মেলা এবং বিহার বাঙালি সমিতি বারারী শাখা এবং চম্পা নগর শাখা যুগ্মভাবে শরৎ উৎসব এর পালন করে। এ উপলক্ষে সর্বপ্রথম দুপুর ১২ টার সময় মানিক সরকারে অবস্থিত গাঙ্গুলী বাড়ি যাহা তাহার মামার বাড়ি সেখানে ভাগলপুর শহরের সব রকম ভাষাভাষী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতির মধ্যে তাঁহার চিত্রের উপর মাল্যদান এবং দীপ প্রজ্জ্বলন করা হয়। দীপ প্রজ্জ্বলন ডক্টর মৃত্যুঞ্জয় কুমার শিক্ষাবিদ সর্বশ্রী রাজিব কান্ত মিশ্রা, অভয় ঘোষ, দীপক মন্ডল এবং পার্ষদ,  গুড্ডু দুবের দ্বারা করা হয়। উপস্থিত ব্যক্তিদের ছাড়া শহরের বিভিন্ন গণ্যমান্য লোকের দ্বারা তাহার চিত্রের উপর মাল্যদান করা হয়। এই উপলক্ষে ভাষা কৃষ্টির মিলন মেলার পক্ষ থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্তমান আত্মীয় শ্রী উজ্জ্বল গাঙ্গুলী শ্রী শান্তনু গঙ্গুলি শ্রীমতি অপর্ণা গাঙ্গুলী এবং শ্রীমতি মালা গাঙ্গুলী কে সংস্থার তরফ থেকে অঙ্গ বস্ত্র দিয়ে সম্মানিত করা হয়।  উপস্থিত অতিথির মধ্যে শ্রীমতি শ্বেতা সুমন শ্রীমতি সুমন সনি শ্রীমতি সুনন্দা রক্ষিত শ্রীমতি অমৃতা কৌশিক শ্রীমতি কোমল সৃষ্টি শ্রী রশান কুমার অন্যান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা শরৎ চন্দ্র চটটোপাধ্যায় জীবনীর উপর তাদের মতামত বিভিন্নভাবে রাখেন।

এরপর দুপুর ১২..৩০টায় মানিক সরকার মোড়ে স্থিত শরৎ দ্বার শিলা পট  এ তাহার একটি নতুন ছবির অনা বরণ করা হয়। এই উপলব্ধি সমিতির তরফ থেকে একটি নতুন অধ্যায় এবং ইতিহাস সৃষ্টি করে।  উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবির উপর  মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

দুপুর ২.০০ টোর সময় সমিতির পক্ষ থেকে আদমপুর এ অবস্থিত বঙ্গীয় সাহিত্য পরিষদ এ তাহার মূর্তির ওপর মাল্যদান এবং শ্রদ্ধাঞ্জলি অর্পিত করা হয়।

বিকেল ৩.৩০ মিনিটে বিহার বাঙালি সমিতি বরারী শাখার দ্বারা সঞ্চালিত নিঃশুল্ক বিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিত্রের উপর মাল্যদান, পুষ্পাঞ্জলি এবং শ্রদ্ধাঞ্জলি অর্পিত করা হয়। এই উপলক্ষে নিঃশুল্ক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, দিদিমণিগণ, সমিতির সদস্যরা এবং সমাজের বিভিন্ন ভাষাভাষী লোক উপস্থিত ছিলেন। তাহার জন্মবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের দ্বারা দেশ ভক্তি ও নৃত্য পরিবেশন করা হয়। উপস্থিত ব্যক্তিরা তাদের নিজ নিজ বক্তব্য রাখেন।

সন্ধ্যে ৬.০০টায় বিহার বাঙালি সমিতি চম্পা নগর শাখার দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সর্বপ্রথম শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তৈলচিত্রের উপর মাল্যদান দীপ প্রজ্জ্বলন এবং পুষ্পাঞ্জলী অর্পিত করা হয়। অনুষ্ঠানের অনুসুচনা শ্রী সৌরভ আচার্য দ্বারা একটি দেশ ভক্তি গান দিয়ে শুরু করা হয়। এরপর অপূর্ব ব্যানার্জি এবং লিসা ব্যানার্জির দ্বারা দুটি সুন্দর নৃত্য পরিবেশন করা হয়। অপূর্ব ব্যানার্জির দ্বারা শরৎচন্দ্রের জীবনের উপর একটি বক্তব্য রাখা হয়। উপস্থিত সদস্যরা তাহাদের নিজেদের বক্তব্য এবং বিচার শরৎচন্দ্রের উপর রাখেন। এই উপলক্ষে চম্পানগর সমিতির প্রেসিডেন্ট শ্রী সুব্রত আচার্য্য সেক্রেটারি শ্রীমতি কাকলি ব্যানার্জি কোষাধক্ষ্য শ্রী কালিদাস চ্যাটার্জী এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যা ৭.০০টায় মানিক সরকার মোড়ে স্থিত শরৎ দ্বার এর শিলান্যাস এর শিলা পটে অবস্থিত তাহার ছবির উপর ২১ টি প্রদীপ প্রজ্জ্বলন করে শঙ্খধ্বনি দিয়ে তাঁহাকে শ্রদ্ধাঞ্জলি অর্পিত করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ভাষাভাষী লোকেরা উপস্থিত ছিলেন।

ভাষা কৃষ্টির মিলন মেলা তরফ থেকে মহাসচিব সর্বশ্রী দেবাশীষ ব্যানার্জি, সচিব তরুণ ঘোষ , শান্তনু গঙ্গুলি, যুগ্ম কোষাধ্যক্ষ সুবোধ কুমার ভৌমিক, উপসচিব অশোক সরকার এবং সংযোজক তাপস ঘোষ রং মহোৎসব এর তরফ থেকে শ্রী দীপক কুমার শ্রী কাপিল দেভ রং শ্রী রওশন কুমার বিহার বাঙালি সমিতি বারারী শাখার তরফ থেকে শ্রী অসীম পাল শ্রী দুলাল সরকার এবং  শ্রীমতি সবিতা রাজবংশী উপস্থিত ছিলেন এবং সকলের প্রচেষ্টায় সারা দিনের অনুষ্ঠান খুব সুস্থভাবে আয়োজিত করা হয় এবং ভাষা কৃষ্টির মিলন মেলা তরফ থেকে পুরো ভাগলপুর বাসিকে অসংখ্য ধন্যবাদ তাহারা এই দিনে আমাদের পাশে থেকে সবরকম সাহায্য করেন।

প্রতিবেদন - শ্রী সুবোধ কুমার ভৌমিক, সহ সভাপতি জোন - ২

 

No comments:

Post a Comment

বর্ণপরিচয়