পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশোতম জন্মবার্ষিকী: ‘মুক্তাকাশ’ গোষ্ঠী

 

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশোতম জন্মবার্ষিকী

 



পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের দুশোতম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তাকাশ গোষ্ঠীর তরফ থেকে ঝাড়খন্ড ও বিহারের ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বসে আঁকো প্রতিযোগিতায় অনুর্ধ-৬ ও আবৃত্তি কবিতা পাঠে অনুর্ধ-১৫ দের নিয়ে ১৩/৯ ও ২৪/৯ এ অনুষ্ঠান করা হয়। বসে আঁকো প্রতিযোগিতায় মোট ১২জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় জামশেদপুর থেকে অয়নাংশু দে প্রথম পাটনা থেকে সৌরী প্রভা ব্যানার্জি দ্বিতীয় ও এনাক্ষী মুখার্জি তৃতীয় স্থান প্রাপ্ত করে। এই অনুষ্ঠানের দায়িক্তে ছিলেন নিউ দিল্লি থেকে বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীমতি দেবযানী রায়।কবিতা ও আবৃত্তি প্রতিযোগিতায় মোট ১৫ জন প্রতিযোগি ঝাড়খন্ড বিহার থেকে  অংশ গ্রহণ করেছে। প্রথম স্থান পেয়েছে রস্মিতা রায় রাঁচি।দ্বিতীয় স্থান পেয়েছে ঊষসী দেওঘরিয়া পুরুলিয়া তৃতীয় স্থান প্রাপ্ত করেছে শ্রেষ্ঠা দাস পাটনা চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে অনিরুদ্ধ চত্রবর্তী ও আবির আদিত্য মুখার্জি পাটনা থেকে। বিচারকের দায়িত্ব পালন করেন ডাঃ আশিস কুমার সিংহ অবসরপ্রাপ্ত অধ্যাপক বাংলা বিভাগ মধুপুর কলেজ, শ্রী গৌতম মুখার্জি মহাশয় বাংলা বিভাগ ডুরান্ডা কলেজ রাঁচি ও ডাঃ মধুশ্রী সেন স্যান্যাল মহাশয়া অধ্যাপক বাংলা বিভাগ রামকৃষ্ণ মহিলা কলেজ গিরিডি।







                                  বিচারক - শ্রীমতি দেবযানী রায়।

প্রতিবেদন – বিদ্রোহ মিত্র

No comments:

Post a Comment

বর্ণপরিচয়