শিক্ষক দিবস: রাষ্ট্রীয় শিক্ষক পুরস্কার: ঈশিতা দে, জামশেদপুর

শিক্ষক দিবস: রাষ্ট্রীয় শিক্ষক পুরস্কার: ঈশিতা দে, জামশেদপুর

শিক্ষক দিবস উপলক্ষে সেরা শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেক বছর পুরস্কৃত করেন রাষ্ট্রপতি। এবছর সেরা শিক্ষিকা'র পুরস্কার পেলেন জামশেদপুরের বঙ্গ সন্তান শ্রীমতি ঈশিতা দে। এবছর অনলাইনের মাধ্যমে সেরা শিক্ষক পুরস্কার অনুষ্ঠান হয়েছে। প্রতিবছর এই দিনটিকে স্মরণে রেখে সারা দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের হাতে রাষ্ট্রীয় পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। কিন্তু এ বছর করোনা আতঙ্কে অনলাইনেই সেই অনুষ্ঠান পর্ব করা হয়েছে। স্বাধীনতা দিবসের দিনই প্রধানমন্ত্রী মোট ৪৭ জন শিক্ষকের নাম ঘোষণা করেন। সেই ৪৭ জন শিক্ষক এদিন অনলাইনেই থেকেই অনুষ্ঠানে যোগদান করেছিলেন। পূর্ব সিংভূম জেলার  জেলা শাসক দফতরে তাঁর হাতে ডিডিসি ও জেলা শিক্ষা অধিকারী মেডেল ও প্রশস্তি পত্র তুলে দেন। 



ঈশিতা দে জামশেদপুরের এগ্রিকো তারাপুর স্কুলের ভাইস প্রিন্সিপাল। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার  নেওয়ার আক্ষেপ থাকলেও পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা  ঈশিতা দে জানিয়েছেন, এটি তাঁর জন্য গর্বের বিষয়। পুরস্কার এখানে পাওয়া বা রাষ্ট্রপতি ভবনে পাওয়ার বিষয়টি বিবেচ্য নয়, আমি সম্মানের জন্য নির্বাচিত হয়েছি সেটাই গুরুত্বপূর্ণ। এমন সম্মান কাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য আরও বাড়িয়ে দেয়।

প্রতিবেদক: চিত্রদীপ ভট্টাচার্য্য, জামশেদপুর 


No comments:

Post a Comment

বর্ণপরিচয়