বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লী

 

বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লী: "সাহিত্য পত্রিকা দিগঙ্গন উৎসব সংখ্যা" এবং পূর্ণাঙ্গ বই "লকডাউন নকডাউন, একটি সংকলন"

 








১৭ই অক্টোবর, ২০২০, শনিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে বিকেল ৫টায় একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বেঙ্গল অ্যাসোসিয়েশন, দিল্লীর পক্ষ থেকে বিশেষ বই "সাহিত্য পত্রিকা দিগঙ্গন উৎসব সংখ্যা" এবং পূর্ণাঙ্গ  বই "লকডাউন নকডাউন, একটি সংকলন" এর আবরণ উন্মোচন করা হল। বই দুটির আবরণ উন্মোচন করেন দিল্লীর বিশিষ্ট সাহিত্যিক মণিরত্ন মুখোপাধ্যায়ভারত সরকারের উচ্চপদস্থ আধিকারিক ও বাংলাসাহিত্যের পৃষ্ঠপোষক শ্রী সুমন্ত ভৌমিক মহাশয় এবং সাংবাদিক ও সাহিত্যিক সমৃদ্ধ দত্ত।

অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মৌসুমি আচার্য এবং শাশ্বতী গাঙ্গুলী।

এই অভিনব অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তপন রায়, শ্রী উৎপল ঘোষ ও শ্রী সজল মিত্র।

এছাড়া উপস্থিত ছিলেন দিগঙ্গন সাহিত্য পত্রিকার সম্পাদক ব্রততী সেনগুপ্ত, বিশিষ্ট সাহিত্যিক শ্রী গৌতম দাসগুপ্ত এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডা: তপন মুখার্জী।

দীর্ঘ লকডাউন পরিস্থিতিতে বন্দী জীবনের প্রতিচ্ছবি ও তার প্রতিবিম্ব নিয়ে প্রকাশিত "লকডাউন, নকডাউন- একটি সংকলন" বইটির সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন শ্রীমতি জয়ন্তী অধিকারী ও শ্রীমতি পৃথা দাস।

এই কঠিন পরিস্থিতিতেও যাতে সাধারণ মানুষ শারদ উৎসবের দিনগুলিতে সাহিত্যের রসাস্বাদন করতে পারেন তার জন্য এই প্রয়াস। সেই লক্ষ্যে মুক্তধারার প্রেক্ষাগৃহে যথেষ্ট সংখ্যক সাহিত্যানুরাগী সমন্বয়ে এই অনুষ্ঠান সাফল্য অর্জন করেছে।

সমগ্ৰ অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী দেবাশীষ ব্যানার্জী।

সবশেষে সমগ্ৰ অনুষ্ঠানের সর্বাঙ্গীন সার্থকতার পরিপ্রেক্ষিতে সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান অ্যাসোসিয়েশনের  সাধারণ সম্পাদক শ্রী তপন সেনগুপ্ত।

প্রতিবেদন - তপন সেনগুপ্ত।

 

No comments:

Post a Comment

বর্ণপরিচয়