বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নয়নের জন্য রাজ্য সরকার কৃত সংকল্প: আলমগীর আলম

 

বাংলা ভাষা ও সংস্কৃতির উন্নয়নের জন্য রাজ্য সরকার কৃত সংকল্প:                                                 আলমগীর আলম               


     


             

পাকুড় : রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী ও স্থানীয় এম এল এ আলমগীর আলম সোমবার ঝাড়খন্ড বাঙালি সমিতির পাকুড় শাখার শারদ সম্মেলনে প্রধান অথিতি রূপে অংশ নেন। নিজের সম্বোধনে রাজ্যের সংখ্যাগরিষ্ঠ বিয়াল্লিশ শতাংশ জনগণের ভাষা বাংলা ও বাংলা সংস্কৃতির উন্নয়নের জন্য রাজ্য সরকার সংকল্প বদ্ধ বলেছেন, নিজের বক্তব্যের রেশ টেনে বলেছেন, সমিতির পাকুড় শাখার কর্মকর্তারা জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে। সেই সঙ্গে সমিতি উন্নয়নের কাজে জেলা প্রশাসন ও রাজ্য সরকার কে সাহায্য করে। সমিতির পক্ষ থেকে গ্রাম উন্নয়ন মন্ত্রী কে স্মারকলিপি দিয়ে সরকারি স্কুলে বাংলা মাধ্যমে শিক্ষা, বাংলা পাঠ্য পুস্তক বিতরণ। জেলার এন আই সির প্রোফাইলে ভাষা বাংলার উল্লেখ করার দাবি করা হয়েছে। সম্মেলনে সমিতির উপদেষ্টা নিরঞ্জন ঘোষ, মানিক চন্দ্র দেব, পার্থ মুখার্জি, জগন্নাথ মণ্ডল, মুকুল ভট্টাচার্য, শুভেন্দু মণ্ডল, চন্দ্র শেখর সিংহ, ঋতু পাণ্ডে, অনুপ সিনহা বিশ্বাস, অর্ধেন্দু শেখর গাঙ্গুলি, স্বামী প্রদীপ্তা নন্দ মহারাজ, বেলা মজুমদার, শর্বানী দাস, সরবেশ্ব সাধু, কুমার সানুর সঙ্গে সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে মানোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিবেদন – গৌতম চট্ট‌োপাধ্যায়

No comments:

Post a Comment

বর্ণপরিচয়