অন্তরে বাহিরে - বন্দনা রায়ের কাব্যসঙ্কলন

 বন্দনা রায় বিহার বাঙালি সমিতিতে পাটনার পরিচিত নাম। কয়েক বছর আগে পাটনার রামমোহন রায় সেমিনারিতে অনুষ্ঠিত বিহার বাংলা সাহিত্য সম্মেলনে ছিলেন, কবিতা পড়েছিলেন। এই বয়সেও ছুটে গেছেন নন্দন কাননে, গুরুদক্ষিণা কর্মসূচিতে অংশ নেবেন বলে।

এখন বন্দনা রায়, (আমাদের বন্দনা বৌদি) কলকাতার বাসিন্দা। ওনার কবিতার বই সদ্য প্রকাশিত হল। অজস্র অভিনন্দন!



No comments:

Post a Comment

বর্ণপরিচয়