বিহার বাঙালি সমিতি: পাটলিপুএ শাখা
শারদীয় দূর্গো উৎসব উপলক্ষে বিহার বাঙালি সমিতি, পাটলিপুএ শাখার উদ্যোগে সাধারণ
মানুষদের ‘করোনা ভাইরাস’ নিয়ন্ত্রণে সজাগ করার দায়িত্বে আগ্রহী। আমরা এই উপলক্ষ্যে
আপনাদের সাহায্য প্রার্থী। পাটনার বিভিন্ন বস্তি এবং পূজা প্রাঙ্গণে প্রায় দুশো প্যাকেট
স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিবেদক – শিব শঙ্কর গুহ
No comments:
Post a Comment