ফেলুদা = এক বিরল ব্যক্তিত্ব: প্রসেনজিৎ দত্ত

 ফেলুদা = এক বিরল ব্যক্তিত্ব 


                                               // প্রসেনজিৎ দত্ত //


আলোর উৎসবে

হঠাৎ এল অন্ধকার,

মহাপ্রস্থানের পথে

বাঙালির রাজকুমার। 


বুকের কপাট উত্তাল হল

ঠিক দুপুরবেলা,

খেলবে না কেউ শব্দ নিয়ে

চৌখুপি ঘরে এক্কাদোক্কা খেলা।


বিষন্ন ছাপ, পড়ে থাকে

জলস্মৃতি,

অরণ্যে নয় কাটাও তুমি

স্বর্গে দিনরাত্রি।


রূপোলী পর্দা,মঞ্চ কিংবা

কানে বাজবে না তোমার সুখপাঠ্য,

বাঙালিকে তুমি আজীবন দিলে,

সৃষ্টিশীল দেবভোগ্য।


আচরণে ,ব্যবহারে, কথাবার্তায়

পুরোদস্তুর ক্লাসিক,

মেধায় মননে মার্জিত তুমি

ছিলে অতি রোমান্টিক।


মৃত্যুর অভিঘাত প্রচন্ড

বাড়িয়ে দেয় অস্তিত্ব ,

বিশেষত মানুষটা যদি হন

ফেলুদার মত এক বিরল ব্যক্তিত্ব।


No comments:

Post a Comment

বর্ণপরিচয়