বীরভূম পরিবার ওয়েলফেয়ার সোসাইটি

 বীরভূমের পরিবার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রবিবার দুমকা জেলার রানিশ্বর ব্লকে কেম্প করে ৬০ জন দুস্থ বৃদ্ধ বৃদ্ধা কে কম্বল বিতরণ করা হল । সেই সঙ্গে ১৫ জন ছেলে মেয়েকে সোয়েটার দেওয়া হয় ।রাঘুনাথপুরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের চিত্রে মাল্যারপন ও দীপ প্রজ্জ্বলিত করে বিতরণ শিবিরের অনুষ্ঠানিক সূচনা করেন ওয়েলফেয়ার সোসাইটির অধ্যক্ষ অরিন্দম দে, সম্পাদক সম্রাট হাজরা ও এস কে এম বিশ্ববিদ্যালয় দুমকার এভিপির পূর্ব কনভেনার বিমান সিংহ । বিতরণ অনুষ্ঠানের মঞ্চ সঞ্চালন করেন এভিপির রাজ্য সমিতির কার্যনির্বাহী সদস্য সুমন ঘোষ । উপস্থিত ছিলেন সোসাইটির রাজু দাস, কৌশিক পাল, রিয়া পাল, অর্পিতা রায়, পরমা ঘোষ, পল্লবী দত্ত, বিপাশা সাধু, বিদিশা সাধু, ও ছাত্র পরিষদের স্থানীয় কর্মী সোমনাথ পাত্র,জয়ন্ত মণ্ডল, কার্গিল চৌবে, রাম সিনহা, সঞ্জয় সাহ ও মনোজ রায় । স্বয়ং সেবাকেরা কম্বল প্রাপক দের মাস্ক পরিয়ে করোনা সংক্রমণের ভয়াবহতা বিষয়ে জনগন কে সচেতন করেন ।সোসাইটির অধ্যক্ষ অরিন্দম বাবু বলেছেন বীরভূমে শিক্ষা, স্বাস্থ্য, মহিলা মজবুতায়ন এর ক্ষেত্রে সোসাইটি কাজ করছে । দুমকা জেলার বীরভূম লাগোয়া ব্লক গুলিতে সোসাইটি সেবা মুলক কাজ করবে । করোনার বিকট পরিস্থিতির মধ্যে দুমকার প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষকে শীতের মরসুমে কম্বল বিতরণ করা কে সোসাইটির একটি বড় উপলদ্ধি বলেছেন ।





No comments:

Post a Comment

বর্ণপরিচয়