পূর্ণেন্দুশেখর মুখোপাধ‍্যায়: প্রয়াত

 বিহার বাংলা একাডেমির অন‍্যতম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি, প্রেমচাঁদ শরৎচন্দ্র সমিতির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, পাটনা বি এন কলেজে গোপাল হালদারের প্রিয় ছাত্র ও পরে বাংলার বিভাগীয় প্রধান, ভারতে সর্বত্র ভাষা সংখ্যালঘুদের মাতৃভাষায় শিক্ষালাভের অধিকার অর্জনের সংগ্রামে নিবেদিত প্রাণ, বিহারের সর্বত্র ভাষা সংখ্যালঘুদের মাতৃভাষায় পঠন পাঠন সুনিশ্চিত করার কাজে মগ্ন থেকে পূর্ণেন্দুশেখর মুখোপাধ‍্যায় বুধবার 3 ফেব্রু য়ারি ভোরে তাঁর কলকাতার ভবনে প্রয়াত হয়েছেন। জানালেন তাঁর স্ত্রী চৈতালি মুখোপাধ‍্যায় 8902313012



বিদ‍্যাসাগর ও রোকেয়া চর্চায় তিনি ছিলেন অন‍্যতম দিশারী। বিদ‍্যাসাগরের হারিয়ে যাওয়া কার্মাটাঁড় বাড়ি খুঁজে পেতে তিনি ছিলেন  অধ‍্যাপক গুরুচরণ সামন্তর সঙ্গী। বিহারে মাধ‍্যমিকে বাংলা পাঠে শিক্ষাব্রতী রোকেয়া অন্তর্ভূক্ত হন তাঁরই উদ‍্যোগে। অধ‍্যাপক পূর্ণেন্দু মুখোপাধ‍্যায়ের কর্মময় জীবনের অবসানে আমরা শোকাভিভূত। তাঁর স্মৃতিতে গভীর শ্রদ্ধা শোকমগ্ন স্বজন বন্ধুর আমরা সহমর্মী। 

খবরটি পেলাম শ্রদ্ধেয় প্রাণতোষ বন্দ্যেপাধ্যায়ের পোস্ট থেকে।

বিদ‍্যাসাগর চর্চা ও গবেষণা কেন্দ্র কলকাতা  এবং  রি ভা র - রোকেয়া ইনস্টিট‍্যুট অব ভ‍্যালু এডুকেশন এ‍্যান্ড রিসার্চ শাখাওয়াত স্মৃতি সরকারি উচ্চ বালিকা বিদ‍্যালয় কলকাতা 7000071

অজয় স্যানাল, পূর্ণিয়া

No comments:

Post a Comment

বর্ণপরিচয়