আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ড

 দুমকা : বীরভূম লাগোয়া রানিশ্বরের ভারত সেবাশ্রম সংঘের স্বামী প্রনবা নন্দ বিদ্যা মন্দিরে সাড়ম্বরে পালিত হল ২২ তম প্রতিজ্ঞা দিবস । বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পবিত্র দিন টি প্রতিজ্ঞা দিবস রূপে পালন করে আসছে । আশ্রমের স্বামী নিত্য ব্রতা নন্দ মহারাজের অধ্যক্ষতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথি দীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানে সূচনা করেন । সমিতির সদস্য নব কুমার ঘোষ স্বরচিত ভাষা সংগীত পরিবেশন করেছেন , সেই সঙ্গে কেয়া রায় ও দেবাশীষ রায় রবীন্দ্র সংগীত পরিবেশন করে। আশ্রামের আবাসিক বিদ্যালয়ের ছাত্র শান্তনু কুমার মারান্ডি ও সুরেশ মুর্মু দুইটি বাংলা ভাষা সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয় । সমিতির পক্ষ থেকে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত অবকাশ প্রাপ্ত শিক্ষিকা ভারতী চট্টোপাধ্যায় প্রধান অতিথি ও বিশিষ্ঠ অতিথি কে মানপত্র ও মোমেন্ট দিয়ে সম্মানিত করেন ।প্রত্যেক বছর প্রতিজ্ঞা দিবসের অনুষ্ঠানে কৃতি বাঙালি দের সম্মানিত করা হয় । এবার দুমকা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা শ্যমলিমার সম্পাদক ছায়া গুহ , দুমকার পপুলার ক্লাবের সভাপতি সপন কুমার দে ও ঝাড়খন্ড বাঙালি সমিতির সভাপতি বিদ্রোহ মিত্র কে সম্মাননা দেওয়া হয় । অনুষ্ঠানে সমিতির সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, ড. গুহ, বিদ্রোহ বাবু ও বিশ্ব স্বাস্থ্য সংগঠনের এস এম ও ধ্রুব মহাজন মাতৃভাষা ও ভাষা আন্দোলনের উপর বিস্তৃত আলোচনা করেন । ধ্রুব বাবু ১৯৫২ সালের রক্তঝরা ভাষা আন্দোলনের উপর বক্তব্য রেখে বলেছেন ২২ তম প্রতিজ্ঞা দিবস আয়োজন করে সমিতি জাতীয় স্তরে নজির সৃষ্টি করেছে । ড. গুহ বলেছেন বহির্বঙ্গে বাংলা সাহিত্য চর্চা কঠিন কাজ । বাঙালি সমিতির বিদ্রোহ বাবু রাজ্যের ভাষা সংগঠন গুলি কে এক ছাতার নীচে এনে সার্বিক ভাষা আন্দোলন গড়ার কথা বলেছে । সমিতির সম্পাদক গৌতম বাবু নুতন শিক্ষা নীতির উপর চর্চার রেশ টেনে বলেছেন রাজ্যের অঙ্গন বাড়ি কেন্দ্রের প্রি নার্সারি স্কুলে মাতৃভাষা মাধ্যমে শিক্ষা চালু করতে হবে । অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালন করেন অনিমেষ মণ্ডল ।








আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পবিত্র দিন টি২২ তম প্রতিজ্ঞা দিবস রূপে পালিত হয় ভারত সেবাশ্রম সংঘের দুমকা শাখার পাথরার আবাসিক বিদ্যালয়ে । বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশিষ্ঠ অতিথি দের মাতৃভাষা পত্রিকা তুলে ধরা হয় ।ঝাড়খন্ড বাঙালি সমিতির সভাপতি বিদ্রোহ মিত্র কে মাতৃভাষা পত্রিকা দিয়েছি ।বিদ্রোহ বাবু ওই দিন মধুপুর এর সান্ধ্য অনুষ্ঠানে পত্রিকা টি মধুপুর কলেজের  বাংলা বিভাগের অবসর প্রাপ্ত  অধ্যাপক আশীষ সিনহা মহাশয় কে পত্রিকাটি দিয়ে সম্মানিত করেন ।আশীষ বাবু বিহার বাঙালি সমিতির মুখপত্র সঞ্চিতা তে নিয়মিত লেখেন ।এর পূর্বে আমরা সমিতির পক্ষ থেকে আশীষ বাবু কে সম্মাননা দিয়েছি ।

 প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, সম্পাদক বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খন্ড ।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়