অধ্যাপক দয়াময় মিত্রের অবসর গ্রহণ অনুষ্ঠান

 সাড়ম্বরে পালিত হল, আপগ্রেড হাইস্কুল কুমিরদহার অবসর প্রাপ্ত প্রধান অধ্যাপক দয়াময় মিত্রের অবসর গ্রহণ অনুষ্ঠান । মঙ্গলবার বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক প্রকাশ দাসের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা বিভাগের আধিকারিক, ঝাড়খন্ড শিক্ষা পরিকল্পনা, স্থানীয় বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ঢল নামে । দয়াময় বাবু এখানে দীর্ঘ নয় বছর প্রধান অধ্যাপক পদের কাজে আলাদা ছাপ ছেড়েছেন । উনি ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত এখানে মাতৃভাষায় শিক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন ।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক প্রকাশ দাস উত্তরীয় দিয়ে দয়াময় বাবু কে সম্মানিত করেন , সেই সঙ্গে উনার কাজের ধারাবাহিকতা কে বজায় রেখে শিক্ষক ধনপতি পাল ও সুশান্ত ঘোষ বাংলা ভাষায় ছাপা মানপত্র পাঠ করেন । অধ্যাপক প্রকাশ রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত অবসর প্রাপ্ত শিক্ষিকা ভারতী চট্টোপাধ্যায় কে ও উত্তরীয় দিয়ে সম্মানিত করেন । ভারতী রানিগ্রাম মধ্য বিদ্যালয় থেকে ৩১ জানুয়ারি ২০২০ অবসর নিয়েছেন । এর পূর্বে ভারতী ১৯৮১ সাল থেকে ১৯৯৯ দীর্ঘ ১৯ বছর এই স্কুলে শিক্ষকতা করেন । বিদায় অনুষ্ঠানে, বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, ময়ূরাক্ষী গ্রামীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. আব্দুল রইস খান, ব্লক এডুকেশন এক্সটেনশন আধিকারিক রাজীব রঞ্জন শিক্ষক সুশান্ত ঘোষ ,ভারত সেবাশ্রম সংঘ দুমকা শাখার স্বামী নিত্যব্রতা নন্দ মহারাজ ,বক্তব্য রাখেন । 


বক্তব্য রাখেন গৌতম চট্টোপাধ্যায় ।

মঙ্গলবার ১৬ মার্চ কুমিরদহা আপগ্রেড হাই স্কুলে প্রধান অধ্যাপক এর বিদায় অনুষ্ঠানে মাতৃভাষা তে প্রারম্ভিক শিক্ষার বিষয় নিয়ে সরব হলেন বক্তারা ।

দয়াময় বাবু কে সম্মানিত করেন বর্তমান অধ্যাপক প্রকাশ দাস ।

ভারতী চট্টোপাধ্য়ায় মহাশয়াকে সম্মানিত করেন প্রকাশ দাস ।




স্কুলের ছাত্রী ও ভারত সেবাশ্রম সংঘের ছাত্র রা নৃত্য ও গীত পরিবেশন করে আলাদা মাত্রা এনেদেয় । ভারতী দয়াময় বাবুর উদ্দেশে স্বরচিত গান পরিবেশন করেন । অনুষ্ঠান টি বাংলাময় হয়ে যায় ।  গৌতম নিজের বক্তব্যের রেশ টেনে নুতন শিক্ষা নীতি তে মাতৃভাষায় প্রারম্ভিক শিক্ষার অনিবার্যতা ও বাংলা মাধ্যমে শিক্ষার বিষয়ে শিক্ষক ও বিভাগের আধিকারিক দের গুরুত্ব দিতে অনুরোধ করেছেন ।মঞ্চ সঞ্চালন করেন অধ্যাপিকা প্রেমলতা ও গরিমা ।

প্রতিবেদন - গৌতম চট্টোপাধ্যায়

1 comment:

  1. সর্বক্ষেত্রে সুন্দর প্রচেষ্টা । দেখা যাক বাংলাভাষা কতদিনে তার প্রাপ্য মর্যাদায় অভিষিক্ত হয় । শুভকামনা নিরন্তর ।

    ReplyDelete

বর্ণপরিচয়