ঝাড়খন্ডে আঞ্চলিক ও উপজাতীয় ভাষায় শিক্ষক নিয়োগ

রাজ্যের বিধানসভার বাজেট সেশনের শেষ দিন মন্ত্রী মিথিলেশ ঠাকুর এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন রাজ্যের প্লাস টু স্কুলে আঞ্চলিক ও  উপজাতীয় ভাষায় পড়ান শুরু করা হবে। ২৭ টি আঞ্চলিক ও ৯ টি উপজাতীয় ভাষায় শিক্ষা শুরু করার জন্য ওই সব ভাষার শিক্ষক নিযুক্ত করা হবে। বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তের ভূয়সী প্রসংশা করেছেন সমিতির সম্পাদক গৌতম চট্টোপাধ্যায় ।গৌতম বাবু বলেছেন বাংলা ভাষীরা এই রাজ্যে একক সংখ্যা গরিষ্ঠ। পূর্ব থেকে এখানে বাংলা শিক্ষার মাধ্যম ।এক শ্রেণীর আধিকারিকরা এখানে হাই স্কুলের বাংলা ভাষার শিক্ষক অবসর নেওয়ার পর চালাকি করে ওই সব স্কুলে বাংলা মাধ্যম তো দূরের বিষয় বাংলা ভাষা সাহিত্যের একটি বিষয়ের পড়া বন্ধ করে দিয়েছে ।দুমকার জেলা স্কুলে সেক্সেন এ তে হিন্দি ও সেক্সেন বি তে বাংলা মাধ্যমে পড়া হত ।বর্তমানে এখানে ৪০ বছর থেকে বাংলা ভাষা সাহিত্যের একটি বিষয় এর পড়া বন্ধ। সরকারের এই সিদ্ধান্তে এখানে পূর্বের মত বাংলা ভাষার মাধ্যমে পড়া শুরু হবে আশা করছে সমিতি। 



গৌতম বাবু বলেছেন নুতন শিক্ষা নীতি তে মাতৃভাষা তে প্রারম্ভিক শিক্ষা অনিবার্য করা হয়েছে। তবে রাজ্যের অঙ্গনবাড়ি কেন্দ্রের প্রি নার্সারি স্কুলে কচিকাঁচা দের মাতৃভাষায় শিক্ষার বিষয়টি নিয়ে সমাজ কল্যাণ দপ্তর উদাসীন।সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের কাছে প্রি নার্সারি স্কুলে মাতৃভাষাতে শিক্ষা চালু করার দাবি করেছে ।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়