দোল উৎসব: দুমকা জেলার রানিশ্বরের মহিষবাথান গ্রামে

দুমকা জেলায় রবিবার (২৮.০৩.২০২১) বাংলা পঞ্জিকা মতে সাড়ম্বরে পালিত হল দোল উৎসব । জেলার বিভিন্ন স্থানে বসন্ত উৎসবের মধ্য দিয়ে পালিত হল হোলি । রানিশ্বরের মহিষবাথান গ্রামের গৌর মন্দিরে গুরুজন দের পায়ে আবির দিয়ে শুরু হয় বসন্ত উৎসব । ইউথ এসোসিয়েশন ফর রুরেল ডেভলপমেন্ট আসিস্টেন্ট সংস্থার সচিব অনিমেষ মণ্ডলের ব্যবস্থাপনায় রবীন্দ্র নিত্য ও ডান্ডিয়া নাচ এর মধ্য দিয়ে সোমা সাহা, চিত্রা, কোয়েল, নন্দিতা, অর্পিতা ,শিউলি, বর্ষা সাহা , শ্রীপর্না, সঞ্চিতা আরাধ্য, ডলি, সুস্মিতা, জবা, ইন্দ্রানী, বর্ণালী মণ্ডল ,করুণা, কৃষ্ণা, মৌসুমী, সাতি, নিদ্রা শোভা যাত্রা করে গ্রাম পরিক্রমা করে গ্রামের বিভিন্ন মন্দির চত্বর ,হাট পরিসরের  হেতমপুর স্টেটের রাজার প্রতিষ্ঠিত পার্থ সারথি মন্দিরে রবীন্দ্র নৃত্য ও ডান্ডিয়া নাচ পরিবেশন করে ।গৌর মন্দিরে  নীল দিগন্তে, গানের সঙ্গে নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের সচিব গৌতম চট্টোপাধ্যায়, জয়দেব চক্রবর্তী ,ঋতু সাহা, সংগীতা কুনুই, অদিতি বাগতি, পবন মণ্ডল, কার্তিক মণ্ডল উপস্থিত থেকে আয়োজক ও নৃত্য শিল্পীদের উৎসাহিত করেছেন ।










No comments:

Post a Comment

বর্ণপরিচয়