চিঠি - পত্র
মাননীয় সুনির্মলবাবু
সম্পাদক, সঞ্চিতা
আপনার
অবগতির জন্যে জানাই যে আমাদের মেদিনীপুর সমন্বয় সংস্থার কয়েকটি হোয়াটস্যাপ গ্রুপ
আছে তাতে আপনার পোষ্ট করা আর্কিওলজিক্যালসার্ভে অফ ইন্ডিয়ার পেপার ও নন্দনকাননে
কিছু ছবি পোষ্ট করেছিলাম এবং লিখেছিলাম গতবছর সমন্বয় সংস্থা মেদিনীপুর আঞ্চলিক
ইউনিটএর পক্ষ থেকে কার্মাটারে গিয়ে ১২ আশ্বিন বিদ্যাসাগর মহাশয়ের ২০০ তম জন্মদিন
পালন করেছিলাম l সঙ্গে
মানিক ঘাটাবাবু ও বিশ্বজিৎ সাউও গিয়েছিলেন l
নন্দনকাননে বন্ধ হয়ে যাওয়া স্কুলটি চালু করার জন্যে পশ্চিম বঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করলে
ভালো হয় l ডেপুটেশনে
টিচার পাঠিয়ে অথবা শিক্ষকদের বেতন যদি পশ্চিম বঙ্গ সরকার প্রদান করতে পারে তাহলে
সম্ভব হতে পারে l
এবিষয়ে
আপনাদের মতামত চাইছি l
অমিত
কুমার সাহু
০৪.০৭.২০২০
No comments:
Post a Comment