চিঠি - পত্র

চিঠি - পত্র

মাননীয় সুনির্মলবাবু

সম্পাদক, সঞ্চিতা

         আপনার অবগতির জন্যে জানাই যে আমাদের মেদিনীপুর সমন্বয় সংস্থার কয়েকটি হোয়াটস্যাপ গ্রুপ আছে তাতে আপনার পোষ্ট করা আর্কিওলজিক্যালসার্ভে অফ ইন্ডিয়ার পেপার ও নন্দনকাননে কিছু ছবি পোষ্ট করেছিলাম এবং লিখেছিলাম গতবছর সমন্বয় সংস্থা মেদিনীপুর আঞ্চলিক ইউনিটএর পক্ষ থেকে কার্মাটারে গিয়ে ১২ আশ্বিন বিদ্যাসাগর মহাশয়ের ২০০ তম জন্মদিন পালন করেছিলাম l সঙ্গে মানিক ঘাটাবাবু ও বিশ্বজিৎ সাউও গিয়েছিলেন l

  নন্দনকাননে বন্ধ হয়ে যাওয়া স্কুলটি চালু করার জন্যে পশ্চিম বঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করলে ভালো হয় ডেপুটেশনে টিচার পাঠিয়ে অথবা শিক্ষকদের বেতন যদি পশ্চিম বঙ্গ সরকার প্রদান করতে পারে তাহলে সম্ভব হতে পারে l

  এবিষয়ে আপনাদের মতামত চাইছি l

 অমিত কুমার সাহু

০৪.০৭.২০২০


No comments:

Post a Comment

বর্ণপরিচয়