প্রোফেসর শম্ভূনাথ গুহ: একটি কবিতা

পঁচাত্তরের কাছাকাছি এলাম যখন।

কি যে হল সবকিছু পৃথিবীতে, বুঝিনি তখন।।

চারিদিকে হাহাকার কি যেন কোথাকার। অজানা এক রোগ ঘিরে ধরে চারিধার।।

প্রথমে ভেবেছিলাম রোগ টোগ কিছু না।

সাধারণ জ্বরের মতন।

পরে শুনি শোরগুল, কান্নাকাটি বিদেশে, শত শত মানুষের হলো যে মরন।।

লোকে বলে রোগটার নাম নাকি "কোরোনা"।

কোথা থেকে এলো এটা কখনো শোনা যায়না।।

প্রতিষেধক ওসুধ খুঁজতে লোকে হয়রান।

বিশ্বজুড়ে বিজ্ঞানীরা, করছে অনুসন্ধান।। 

আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স বা ইটালি।

বড় বড় দেশ ব্যাস্ত, কিন্তু এখনো হাত খালি।।

অজানা অচেনা অসুখের আপাতত নেই কোনো ভ্যাকসিন।

জাপান, অস্ট্রেলিয়া আর বহু দেশ বলে, দায়ী সেই চীন।।

চীনের উহান শহরে নাকি, কোরোনার আবিষ্কার।

যদিও স্বীকার করেনি ওরা, এখনো নয় পরিষ্কার।।

ধীরে ধীরে প্রবেশ পায় আমাদের ভারতে।

১৩০ কোটি মানুষকে ঈশ্বর , পারবে কি বাঁচাতে ?।।

টিভি, মোবাইল বা কাগজে শুধু 'কোরোনা' 'কোরোনা '

কি জানি বিদায় নেবে কবে, আর যে পারা যায়না ।।

 


3 comments:

  1. Apurbà korona jure kobitati khub valo laglo.

    ReplyDelete
  2. অসাধারণ কোরানার উপর কবিতাটা। খুব ভাল লাগল।

    ReplyDelete
  3. সুন্দর, সাবলীল, সহজবোধ্য কবিতা

    ReplyDelete

বর্ণপরিচয়