প্রাতঃস্মরণীয় মহাপুরুষ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এর ১৩০তম প্রয়াণ দিবস : বিদ্যাসাগর স্মরণ সমিতি

আজ 29 শে জুলাই, প্রাতঃস্মরণীয় মহাপুরুষ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এর 130 তম প্রয়াণ দিবস ।এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনে , অবিভক্ত মেদিনীপুর জেলায় গঠিত বিদ্যাসাগর স্মরণ সমিতির পক্ষ থেকে মেদিনীপুর শহরে, বিদ্যাসাগর মূর্তির পাদদেশে মাল্যদানের কর্মসূচি গৃহীত হয় ।গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বিজ্ঞানভিত্তিক সার্বজনীন শিক্ষার আধুনিকতম ধারণার তারই অবদান।  নারী-জীবনের অসহনীয় যন্ত্রণায় তিনি পাগল হয়ে উঠতেন ।গোটা সমাজের গোঁড়ামির বিপরীতে দাঁড়িয়ে তিনি তাই নারী শিক্ষা ,বাল্যবিবাহ রোধ ,বিধবা বিবাহ প্রবর্তন এর জন্য এক অবিস্মরণীয় সংগ্রামী চালিয়েছেন। তৎকালীন সময়ে দেশের সমস্ত ক্ষেত্রে বড় মানুষদের কাছে তিনি ছিলেন গভীর শ্রদ্ধার পাত্র। আজ সারা বিশ্বব্যাপী করোনার ভয়ঙ্কর আক্রমনে জনজীবন যখন বিপর্যস্ত সেই অবস্থায় ও আমাদের সমিতির পক্ষ থেকে আমরা অবিভক্ত মেদিনীপুর জেলার সর্বত্র বিদ্যাসাগরের জীবনের নানান দিক আলোচিত বিষয় হিসাবে আমরা চালিয়ে যাচ্ছি ।আজকের এই মাল্যদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর স্মরণে সমিতির অফিস সম্পাদক, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রাণতোষ মাইতি ,ছিলেন  অধ্যাপক  দেবাশীষ আইচ, শিক্ষক উত্তম প্রধান ,শিক্ষক তপন দাস ,শিক্ষক শুভাশিস শাসমল ,শিক্ষক অক্ষয় খান সহ আরো অনেকে।

প্রতিবেদন - উত্তম প্রধান, প্রাণোতোষ মাইতি





No comments:

Post a Comment

বর্ণপরিচয়