ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবস: "মিডনাপুর-ডট-ইন"

আজ বাংলা তথা ভারতবর্ষের নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবস। বাংলা (১৩ শ্রাবণ) ও ইংরেজি (২৯ জুলাই) দুটো তারিখই আজ মিলে গেছে। আসুন আমরা সবাই তাঁর শিক্ষা ও আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার অঙ্গীকার গ্রহণ করি। ঘরে ঘরে বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করি। আজ এই দৃঢ়চেতা মানুষটির প্রতি 'বাংলা', 'ENGLISH', 'हिन्दी' ও 'ᱥᱟᱱᱛᱟᱲᱤ' ভাষায় "মিডনাপুর-ডট-ইন" এর স্মরণ শ্রদ্ধাঞ্জলি - http://midnapore.in/vidyasagar/




বিদ্যাসাগরের মৃত্যু হয় ১৮৯১ সালের ২৯ শে জুলাই, রাত্রি ২টো ১৮ মিনিটে। রাত ১২টা পেরিয়ে যাওয়ায় তারিখটা আসলে ৩০ শে জুলাই। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে "মিডনাপুর-ডট-ইন" এর উদ্যোগে ৩০ তারিখ ঠিক রাত্রি ২টো ১৮ মিনিটে ঐতিহাসিক মেদিনীপুর শহরের বুকে রোপন করা হল তাঁর নিজের হাতে লাগানো কাঠ-বাদাম গাছের থেকে তৈরী চারা। 

ফিরে এসো বিদ্যাসাগর, পুনর্জন্ম নাও এই পবিত্র ভূমিতে। 

No comments:

Post a Comment

বর্ণপরিচয়