দেশভাষা - বিদ্যুৎ পাল

দেশভাষা

বিদ্যুৎ পাল


মাতৃভাষা মাতৃদুগ্ধ –
না পেলে কী করি?  
জমছে শিশুর হাড়ে, দিব্যি,
বেবি ফুডের খড়ি। 

ভাষা জীবন – কিন্তু জীবন 
ঠিক মত কি বাঁচি?
রুজির দৌড়ে ভোগের এঁটো
‘লাইফ’ বলে চাঁছি!  

বাঁচার সবটা বাঁচতে হলে
বাঁচিয়ে রাখো ভাষা, 
দুধের শক্তি হাড়ে জাগায়
প্রেম ও জিজ্ঞাসা। 


একটা ভাষা মায়ের মুখের
একটা কাজের, শিখি
সরকারিটা শিখতে মনের 
বিকাশে বাধছে কি?

থাকে যদি মাথার জোর
শিখবো ভাষা আরো,
(তবে) জোরটা যে দেয় মাতৃভাষাই
না করতে পারো? 

ভারত নামে ঘর বেঁধেছি
অনেক ভাষার ভিতে –
মনের মিলের বেশিটা পাই
না-বোঝার সঙ্গীতে।

বাংলা থেকে কাছে দূরে
বাংলা নিয়ে লড়ি,
ঐক্য, যেমন কথা ছিল
তেমনি সুরে গড়ি।

1 comment:

বর্ণপরিচয়