শহীদ ক্ষুদিরাম বোসের মূর্তি

শহীদ ক্ষুদিরাম বোসের মূর্তি

গৌতম চ্যাটার্জী

     

নগর উন্নয়ন ও আবাস, বিভাগের এডিশনাল সেক্রেটারি চন্দন কুমার সারায়কেলা - খরশুয়া জেলার ডেপুটি কমিশনার কে চিঠি দিয়ে, ওই জেলার চান্ডিল সাভডিভিসন এর কান্ডরা চকের মহান যোদ্ধা শহীদ ক্ষুদিরাম বোসের আবক্ষ মূর্তি উপড়ে নিয়ে যাওয়ার বিষয়টির তদন্ত করে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করেছেন। মন্ত্রিমণ্ডল সচিবালয় ও অনুসন্ধান বিভাগের ১২ মার্চের আদেশ ও বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খণ্ডের স্টেট সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায় এর মুখ্যমন্ত্রী’কে দেওয়া পত্রের কপি পাঠিয়ে, ওই পত্রে লাগান অভিযোগের তদন্ত করে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এডিশনাল সেক্রেটারি ডেপুটি কমিশনার’কে পাঠান চিঠির কপি গৌতম বাবু’কেও পাঠিয়েছেন। স্টেট সেক্রেটারি চন্ডিলের তৎকালীন এস. ডি. ও. ড. বিনয় কুমার মিশ্রর নামে মহান যোদ্ধা শহীদ ক্ষুদিরাম বোসের তিরোধান দিবসের দিন ১১ আগস্ট ১৯ আবক্ষ মূর্তি উপড়ে নেওয়ার অভিযোগ জানিয়েছেন। সমিতির পক্ষ থেকে আবক্ষ মুর্তি পুন: প্রতিষ্ঠা করার সাথে দোষী আধিকারিক এর উপর দৃষ্টান্ত মূলক ব্যবস্থা করার অনুরোধ করা হয়। সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও প্রধানমন্ত্রী কে এই মর্মে পত্র দেওয়া হয়। রাজ্যে বিধানসভার নির্বাচন কে মাথায় রেখে বিজেপি জোট রাজ্য সরকার বিষয় টি চেপে যায়। রাজ্য মন্ত্রীমণ্ডল বিভাগের আদেশে নগর উন্নয়ন দপ্তরের এডিশনাল সেক্রেটারি এই আদেশ আসার পর রাজ্যের সংখ্যা গরিষ্ঠ জনগনণর মূর্তিটি পুন: প্রতিষ্ঠা করার আসার সঞ্চার হয়েছে।


No comments:

Post a Comment

বর্ণপরিচয়