কাজরী গুহ - একটি কবিতা

মনের মন্তব্য !

 

জ‍য় বিজয়ের খেলায় যখন

মেতেছে আজ সবাই 

কলসি কাঁখেও চলছে বাঁকে

জীবনেরই ল‍‍ড়াই

মেঘবালিকা বলছি শোনো

তোমায় কানে কানে

রামধনুর সে রং ছড়াতে

আসছ কবে প্রাণে

গ্রীষ্ম বর্ষা সবই যেন

মনের বিলাসিতা

কিন্তু সবাই যুগিয়ে যায়

মনখারাপের ব‍্যথা

মনটা সদাই চায় সবুজ;

একরাশ করে ফুল  

কিন্তু ওরা বলছে তোমার

বাগানে শুধুই ধূল 

সব গিয়েছে চলে তোমার 

রোদ বৃষ্টিতে ঝড়ে

এখন কেবল গুনতে থাক

টা ফুল গেল ঝরে

মনের আমি মনের তুমি 

যায়না কাউকে বাঁধা

মনের আকাশে রোদ বৃষ্টি

সদাই একটি ধাঁধা !

 


No comments:

Post a Comment

বর্ণপরিচয়