ক্ষুদিরাম বোস: আবক্ষ মূর্তির পুনঃ প্রতিষ্ঠার দাবি

 ক্ষুদিরাম বোস: আবক্ষ মূর্তির পুনঃ প্রতিষ্ঠার দাবি


বঙ্গবন্ধু নামক সংগঠন ক্ষুদিরাম বোসের আবক্ষ মূর্তির পুন প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হল। মানগোর ক্ষুদিরাম বোস চকের অনুষ্ঠানে জোরাল আন্দোলনের দিল ডাক।

শহীদ ক্ষুদিরাম বোসের ১১২ তম মৃত্যু দিবসের দিন জামশেদপুরের বঙ্গবন্ধু নামক সংগঠন চান্ডিল এর ক্ষুদিরাম বোস চকের আবক্ষ মূর্তিটি পুনঃ প্রতিষ্ঠার জোরাল দাবি করেছে। সংগঠনের পক্ষ থেকে মানগোর গোলচক্করের ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যার্পন করে চান্ডিলের শহীদ ক্ষুদিরাম বোস স্মারক সমিতির মুর্তির পুনঃ প্রতিষ্ঠার দাবিকে পূর্ণ সমর্থন করে ঐ সমিতির পাশে দাঁড়ানোর সংকল্প নেয়। সংগঠনের পক্ষ থেকে মাল্যারপন করেন অপর্ণা গুহ, রাজেশ রায়, অভিষেক দে, তাপস গাঙ্গুলি, রঞ্জন রায়, সরোজ সেন, স্বরূপ ব্যানার্জি, বিনোদ দে, প্রণব সরকার, আরতি সেন, তুষারিকা বোস, অভিষেক ভৌমিক, গৌতম চক্রবর্তী, বাপন ঘোষ, সুভাষ সিংহ রায় আরো অনেকে উপস্থিত ছিলেন। রাজেশ রায় বলেছেন চান্ডিলে ক্ষুদিরাম বোস চকে ২০১৯ এর আজকের এই পবিত্র দিনে এস ডি ও ধারা ১৪৪ জারি থাকা শর্তে শহীদের মূর্তিটি উপড়ে নিয়ে যান। শহীদ ক্ষুদিরাম বোস স্মারক সমিতি প্রতিষ্ঠিত আবক্ষ মূর্তিটি উপড়ে কোথায় রেখেছে সমিতি আজ পর্যন্ত জানেনা। রাজ্য বিধানসভা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে রাজ্যের পূর্ব চিফ সেক্রেটারি কে চিঠি দিয়ে আশু নিষ্পত্তি করার আদেশ দেন। চিফ সেক্রেটারি বিষয়টি হিম ঘরে পাঠিয়ে দেন। বর্তমান জে এম এম সরকারের নগর উন্নয়ন ও আবাস বিভাগের এডিশনাল সেক্রেটারি চন্দন কুমার বিষয়টির নিষ্পত্তি করার জন্য সারায়কেলা-খরশোয়া জেলার ডেপুটি কমিশনারকে চিঠি দিয়েছেন। বঙ্গবন্ধুর কর্মকর্তারা শহীদ ক্ষুদিরাম বোস স্মারক সমিতির অধ্যক্ষ মনোজ বর্মা, সেক্রেটারি আশু দেব মাহাতো ও স্থানীয় জনপ্রতিনিধি দের সঙ্গে বৈঠক করে ডিসির সঙ্গে দেখা করে আবক্ষ মূর্তি পুনঃ প্রতিষ্ঠা করার দাবি করবেন।

 প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়