বিহার বাঙালি সমিতি, বরারী শাখা আজ নিজেদের নিশুল্ক
বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র, ছাত্রী,
স্থানীয় লোকজন ও পদকর্তারা এক সাথে
স্বাধীনতা দিবস উপলক্ষে কোভিড এর সরকারী নিয়ম পালন করে পতাকা উত্তোলন করেন।
উপস্থিত ছাত্র ও ছাত্রীরা জাতীয় সঙ্গীত এবং দেশ ভক্তি গান গেয়ে শোনায়।
আজ ভাগলপুর এর সদর এস ডি ও, নিজ
বাসভবনে পতাকা উত্তোলন এর জন্য শহরের গণ্য মান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়েছিলেন
এবং তাহাদের মধ্যে বিহার বাঙালি সমিতি, বরারী শাখার প্রেসিডেন্ট শ্রী
তরুণ ঘোষ মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তিনি পতাকা উত্তোলন এর সময় উপস্থিত
ছিলেন যা বরারী শাখার কাছে খুব আনন্দ এবং গর্বের বিষয়।
প্রতিবেদন - তাপস ঘোষ, যুগ্ম
সচিব ও শ্রী সুবোধ কুমার ভৌমিক,
ভাইস প্রেসিডেন্ট, সেন্ট্রাল
কমিটি, পাটনা।
No comments:
Post a Comment