প্রিয় সুজনেরা
একটি আনন্দের খবর লিখি। কুমকুম
সেনের কথা। UPSC
সিভিল সার্ভিস পরীক্ষায় কুমকুম সফল হয়েছে এবার। ঠিক যখন অনান্য
ক্ষেত্রে গেলেও সর্বভারতীয় প্রশাসনিক পরীক্ষায় বাঙালিরা সেইভাবে যাচ্ছেন না এই
রকম সময়ে কুমকুমের সাফল্য আমাদের উৎসাহিত করে।
ওর সঙ্গে পূর্ণিয়ার যোগ রয়েছে। তাই ওর সাফল্যের আনন্দে আমরাও শরীক। প্রসঙ্গত জানাই কুমকুমের বাবা শ্রী দীপক সেন আমাদের বহুদিনের পরিচিত।একসঙ্গে আমরা স্টেট ব্যাঙ্ক প্রতিষ্ঠানে কাজ করেছি। সেনদা দীর্ঘ দিন পূর্ণিয়ায় পোস্টেড ছিলেন। পূর্ণিয়া বাজার ব্রান্চে। কাটিহারেও ছিলেন। এখন পাকুড়ে থাকেন। কথা হয়েছে ওঁর সঙ্গে। কুমকুমের সঙ্গেও কথা বলেছি। যেটা সবচাইতে ভাল লাগল সেটা কুমকুমের নিরভিমান স্বভাবটুকু।
আমরা বিহার বাঙালি সমিতির
পূর্ণিয়া শাখার তরফ থেকে একে জানাই আন্তরিক শুভকামনা। আমাদের দৃঢ় বিশ্বাস কুমকুম
সর্বভারতীয় স্তরে কাজ করবার যে সুযোগ আজ পেয়েছে ও একদিন প্রমাণ করবে নিজেকে। ওর
কাজের সঙ্গে মিশে যাবে মানবিকতার বোধ যার প্রয়োজন আজ আমাদের দেশে, গোটা পৃথিবীতে বড়
বেশী প্রয়োজন। আমাদের প্রত্যাশা কুমকুমকে ঘিরে। আগামী দিনে ও এগিয়ে যাক দৃঢ
পদক্ষেপে সেটাই কাম্য।
Proud moment, welldone !
ReplyDelete