গৌতম ঘোষ


 গৌতম   ঘোষ


দা সেন্টার ফর কন্সিয়াসনেস স্টাডিজ, য়ুনিভারসিটি অফ এরিজোনা, ইউ. এস (Centre for Consciousness Studies, University of Arizona, U.S.A) দ্বারা প্রত্যেক বছর (১৯৯৪ থেকে) দা সায়ন্স অফ কন্সিয়াসনেস কনফারেন্স (the Science of Consciousness Conference) আয়োজিত করা হয় কন্সিয়াসনেস বা চেতনার বিষয়  বৈজ্ঞানিক, দার্শনিক আরো বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে মতামতের আদান প্রদান করা হয়ে থাকে সেপ্টেম্বর ২০২০তে এই কনফারেন্স অনলাইন আয়োজিত হচ্ছে পাটনা নিবাসী শ্রী  গৌতম   ঘোষ (সদস্য, পাটলীপুত্র শাখা, বিহার বাঙালি সমিতি) চেতনার বেদান্তিক ব্যাখ্যার সম্বন্ধে রিসার্চ আরটিক্ল এর এবস্ট্রেক্ট এই কনফারেন্স এর জন্য চয়নিত হয়েছে শ্রী ঘোষ  অনলাইনের মাধ্যমে কনফারেন্সে তাঁর বক্তব্য রাখবেন কনফারেন্স’র বিশদ বিবরণী   এবস্ট্রেক্ট (Abstract)  https://consciousness.arizona.edu/    

https://eagle.sbs.arizona.edu/sc/report_poster_detail.php?abs=3959

   তে দেখতে পারেন।

সমিতির পক্ষ থেকে শ্রী গৌতম ঘোষ মহাশয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।

প্রতিবেদক – প্রতিনিধি ‘সঞ্চিতা’

No comments:

Post a Comment

বর্ণপরিচয়