বিদ্যাসাগর দ্বিশতজন্মবার্ষিকী পালন

 বিদ্যাসাগর দ্বিশতজন্মবার্ষিকী পালন

যৌথ উদ্যোগে

বিদ্যাসাগর দ্বিশতজন্মবার্ষিকী নন্দন কানন উদ্‌যাপন কমিটি (নন্দন কানন, কর্মাটাঁড়, বিদ্যাসাগর)

অল ইন্ডিয়া বেঙ্গলি এসোসিয়েশন (আইবা), নিউ দিল্লী,

ঝাড়খন্ড বাঙালি সমিতি ও বিহার বাঙালি সমিতি


সুধী,

বিদ্যাসাগর দ্বিশতজন্মবার্ষিকী পালন উপলক্ষে নিম্নোক্ত বিষয়-প্রেক্ষিতে আমরা বিহার বাঙালি সমিতি’র ইউটিউব চ্যানেলে অনুষ্ঠান করতে আগ্রহী। আপনার সম্মতি সহ কি বিষয়ে বক্তব্য রাখবেন তা জানিয়ে বাধিত করতে অনুরোধ জানাই।

১৫-২০ মিনিটের ভিডিও বানিয়ে (২৫এমবী মধ্যে হলে ভাল হয় Camera in horizontal mode,  Video in MP4 format and size within 25MB) পাঠাতে অনুরোধ জানাই

আপনার বক্তব্য Abstract form or Full Paper/Version বাঙলা ইউনিকোড ফন্টে পাঠাতে অনুরোধ জানাই, তাহলে ইউটিউব চ্যানেলের বিবরণী (Description) (Abstract form) (Full Paper/Version) সঞ্চিতাবল্গে (Sanchitablog) পোস্ট করতে পারব।

দ্বিতীয়তঃ ওয়েবিনার বা ফেসবুক লাইভ অনুষ্ঠানও করতে চাই। কি ভাবে এই অনুষ্ঠান করলে আপনার সুবিধা হবে, তা জানিয়ে বাধিত করতে অনুরোধ জানাই।

 

বিষয়-প্রেক্ষিত

কলকাতার মানুষজন ও আত্মীয়স্বজনের ব্যবহারে মর্মাহত বিদ্যাসাগর, কর্মাটাঁড়ে এসে আদিবাসী মানুষজনের ভালোবাসায় পুনরুজ্জীবিত হলেন এবং তারই সাথে শুরুহল নবজাগরণের নতুন পর্ব। এই নতুন পর্বের জোর ছিল গ্রামসমাজের প্রত্যন্ত মানুষজনের, তথাকথিত অস্পৃশ্য শূদ্রজনের, চাষীর ও শ্রমিকজনতার সেবায়, মনুষ্যত্বে তাদের অধিকারের জন্য লড়াইএএ পথে তাঁর পূর্বসুরী ছিলেন নমঃশূদ্র জাগরণের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর, সমসাময়িক ছিলেন নীলচাষীদের জন্য লড়িয়ে, হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক হরিশ মুখার্জি প্রভৃতি ...।  বিদ্যাসাগরের পরে এলেন গ্রামবার্তা প্রকাশিকা'য় চাষীদের দুঃখদুর্দশার কথা প্রকাশ করা কাঙাল হরিনাথ, চা-বাগানের শ্রমিকদের কথা নিয়ে দ্বারকানাথ গাঙ্গুলি, শ্রমিকদের কথা নিয়ে 'ভারত-শ্রমজীবী' পত্রিকার প্রকাশক শশীপদ ব্যানার্জি। বিদ্যাসাগর আদিবাসীদের জন্য বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, রাত্রি-বিদ্যালয় শুরু করলেন, তাঁদের চাষবাস ভালো করার জন্য কলকাতা থেকে বীজ এনে বিলি করতেন, তাঁদের অসুখবিসুখে পৌঁছে যেতেন দূরদূরান্তের গ্রামে। এখান থেকেই বর্ধমানে ম্যালেরিয়ার প্রকোপে সাধারণ মানুষের সুচিকিৎসা এবং সেবার উদ্যোগ নিলেন তিনি।

বিদ্যাসাগর জনসেবামূলক কাজগুলো প্রথম জীবন থেকেই করতেন। এখানে ফোকাসটা হল যে কর্মাটাঁড়ের, আদিবাসী কৃষক ও গ্রামীণদের বিদ্যাসাগর, বাংলার নবজাগরণেরই বিদ্যাসাগর, তাঁর কাজ নবজাগরণেরই প্রসার। বস্তুতঃ এই প্রসারের ধারাবাহিকতায় আমরা বিশ শতকের ভারতের রাজনৈতিক সামাজিক আন্দোলনের বিভিন্ন অভিমুখগুলো  দেখতে পাই।

নবজাগরণী প্রতিভা বা রেনেশাঁ-ম্যান কখনই হতাশ একান্তবাসী কোনো ব্যক্তি হতে পারেন না। বিদ্যাসাগরও হননি।

আশাকরি আপনার সহযোগিতা পাব।

বিনীত

 সুনির্মল দাশ

সম্পাদক, বিদ্যাসাগর দ্বিশতজন্মবার্ষিকী নন্দন কানন উদ্‌যাপন কমিটি

সমম্বয়সাধক, ‘আইবা’

সাধারণ সম্পাদক, বিহার বাঙালি সমিতি

9430294287

 

নোট: বক্তা আজকের দিনে গণশিক্ষা, মাতৃভাষা, গণস্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, প্রান্তিক জনসমূদায়ের উন্নয়ন ইত্যাদির সমস্যাগুলো মূল বক্তব্যের সাথে যোগ করতে পারেন।  

 YouTube Channel: Bengalee Association Bihar

 https://www.youtube.com/channel/UCFsdv-WSKmaS1PvXz1TZDZQ

 Sanchitablog: https://sanchita2020.blogspot.com  

 

No comments:

Post a Comment

বর্ণপরিচয়