শহীদ ক্ষুদিরাম বোসের মূর্তি পুনঃ প্রতিষ্ঠা করার দাবিতে ডেপুটি কমিশনার আশু নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন।

 

শহীদ ক্ষুদিরাম বোসের মূর্তি পুনঃ প্রতিষ্ঠা করার দাবিতে ডেপুটি কমিশনার আশু নিষ্পত্তির প্রতিশ্রুতি দিলেন।    

                     

মঙ্গলবার (২৫.০৮.২০২০) শহীদ ক্ষুদিরাম বোস স্মারক সমিতির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল, সারায়কেলা-খারশোয়া জেলার ডেপুটি কমিশনার ইকবাল আলম আনসারি’কে স্মারক পত্র দিয়ে চন্ডিলে গোল চক্করে শহীদ ক্ষুদিরাম বোসের আবক্ষ মূর্তিটি পুনঃ প্রতিষ্ঠার দাবি করেছেন। ডেপুটি কমিশনার আনসারি বাবু স্মারক সমিতির সভাপতি মনোজ বর্মা, সচিব আশু দেব মাহাতো, রুদিয় পঞ্চায়েতের মুখিয়া জ্যোতি লাল মোহলি, অনিল সিং সরদার, অনন্ত মাহাতো, হারাধন মাহাতো, অনুরাধা মাহাতো’কে বিষয়টির আশু নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছেন। শহীদ ক্ষুদিরাম বোস স্মারক সমিতি ২০১৬ থেকে এখানে চন্ডিলের গোল চক্করে শহীদ ক্ষুদিরাম বোস এর তিরোধান দিবস পালন করে আসছে। ২০১৯ শহীদ ক্ষুদিরাম বোসের তিরোধান দিবসের পূর্বে এখানে আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করা হয়। কুর্মি সেনা নামক একটি সংগঠন ওই চকে জেএমএম এর প্রয়াত নেতা সুধীর মাহাতোর আবক্ষ মূর্তি স্থাপনের দাবি করে ওই চকে ক্ষুদিরাম বোসের তিরোধান দিবস পালনের বিরোধিতা করে। চন্ডিলের এস ডি ও ড০ বিনয় কুমার মিশ্র পুলিশ বাহিনীর সাহায্যে আবক্ষ মূর্তিটি উপড়ে নিয়ে যান। সেই সময় থেকে স্মারক সমিতি ও বিভিন্ন সংগঠন পূর্তিটি পুনঃ প্রতিষ্ঠার দাবি করে আসছে। বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি, ঝাড়খন্ডের পক্ষ থেকে রাজ্যপাল, পূর্ব মুখ্যমন্ত্রী, প্রধান মন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে বিষয়টি তুলে ধরে মূর্তি পুনঃ প্রতিষ্ঠার দাবি করে। প্রধানমন্ত্রীর দপ্তরের সেক্সন আধিকারিক রাজীব রঞ্জন কুশবাহ রাজ্যের চিফ সেক্রেটারি’কে ৬/৯/২০১৯ পত্র দিয়ে বিষয়টির আশু নিষ্পত্তির আদেশ দেন। চিফ সেক্রেটারি বিষয়টি এড়িয়ে যান। বর্তমান জেএমএম সরকারের নগর উন্নয়ন ও আবাস বিভাগের এডিশনাল সেক্রেটারি চন্দন কুমার গত ২৯ জুন ২০২০ সারায়কেলা খারশোয়া জেলার ডেপুটি কমিশনার’কে পত্র দিয়ে বিষয়টির আশু নিষ্পত্তি করার অনুরোধ করে ওই পত্রের প্রতিলিপি বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি ঝাড়খন্ডের সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায়’কে পাঠিয়েছেন। মঙ্গলবার স্মারক সমিতির পক্ষ থেকে ওই পত্রের প্রতিলিপি ডেপুটি কমিশনার’কে দিয়ে আশু নিষ্পত্তি করার অনুরোধ করেছেন। ডেপুটি কমিশনার ইকবাল বাবু বিষয়টি গুরুত্ব দিয়ে যথাযোগ্য ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

  প্রতিবেদক- গৌতম চট্টোপাধ্যায়, দুমকা।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়