শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জয়ন্তী প্রস্তুতি বৈঠক

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জয়ন্তী

আগামী ১৭ই সেপ্টেম্বর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জয়ন্তী’কে সাফল্যমন্ডিত করতে ‘ভাষা কৃষ্টির মিলন মেলা’ ও ‘বিহার বাঙালি সমিতি’, বরারী শাখা এবং চম্পা নগর শাখা যুগ্মভাবে বৈঠক  ২৫ আগস্ট ২০২০ তে. জে. এস. গার্ডেন, বাগবাড়ি, ভাগলপুর’এ আয়োজিত হয়। শ্রী রাজিব কান্ত মিশ্রা দ্বারা বৈঠকের অধ্যক্ষতা এবং পরিচালনা করা হয়।



নিম্নলিখিত আলোচ্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়:-

১. ভাগলপুর স্টেশনে ডি.আর.এম. মালদার, অনুমতিতে শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক তৈলচিত্রের ভাগলপুর স্টেশন প্রাঙ্গণে অনাবরণ করা।

২. ভাগলপুর স্থিত শরৎচন্দ্র পথ এর প্রারম্ভিক এবং শেষভাগে দুটি প্রস্থরপট এর স্থাপনা করা।

৩. মানিক সরকার ঘাট রোড এর শুরুতে একটি ভব্য দ্বার বানানো, যার এন.ও.সি ভাগলপুর মিউনিসিপ্যালিটির কাছ থেকে আগেই পাওয়া গেছে। তৎকালীন জেলা প্রশাসক এর দ্বারা একটি প্রস্থরপটের স্থাপনা করা হয়। স্থাপনের সময় ভাগলপুরের তৎকালীন নগর আয়ুক্ত, এসডিএম, পৌরপতি ও স্থানীয় কাউন্সিলর শ্রী গুড্ডু দুবে এবং শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

৪. বৈঠকে নির্ণয় নেওয়া হয় যে শ্রী অশোক কুমার, শ্রী কিশোর কুমার এবং শ্রী অনুপ কুমার এর বাল্যজীবন এবং মামার বাড়ি এই ভাগলপুরে অবস্থিত ছিল। তাহাদের হিন্দি এবং বাংলা সিনেমা জগতে মহান অবদানের জন্য আমাদের কাছে এটা খুব গর্বের বিষয়। তাদের এই মহান অবদানের কথা মাথায় রেখে আমরা পরিকল্পনা করেছি যে আগামী দিনে তাদের স্মৃতিতে  বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা।

প্রতিবেদক – সুবোধ ভৌমিক

No comments:

Post a Comment

বর্ণপরিচয়