অপরাধবোধ : বিকাশ দাস (মুম্বাই)

 অপরাধবোধ

                                                   বিকাশ দাস (মুম্বাই)

তুমি বলো 
শরীর  বয়সের বশে  থাকলে 
অপরাধ
অশুচির  গন্ধ  গায়ে  মাখলে 
অপরাধ
মাথার উপর ভগবান পায়ের নীচে শয়তান 
মুখের আদল বদলে   খুঁজতে হবে অবসান

তুমি বলো 
ফিরে যাও ঘরে  দু’হাতে রেখো ধরে 
দুঃখের দিন সুখের দিন ঘরের কোটর
খোলামেলা  চাতাল
সূর্যের ভোর আকাশের রোদের চাদর 
ফুলতোলা   সকাল

তুমি বলো
দেনার ভার দু’হাতে থাকলে 
অপরাধ
কর্তব্য    দায়সারা  রাখলে 
অপরাধ

তুমি বলো 
ফিরে যাও ঘরে দু’হাতে রেখো ধরে 
বারোমাস তেরো পার্বণ  আদর আপ্যায়ন 
সম্প্রীতির দরবার
দুই প্রান্তের ঘর উঠোন পৃথিবীর নিকেতন 
একান্নবর্তী সংসার

***

No comments:

Post a Comment

বর্ণপরিচয়