পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: মেদিনীপুর সমন্বয় সংস্থা

 সুধী,

আধুনিক বাংলা গদ্যের সার্থক রূপকার তথা বাংলা নবজাগরণের উজ্জ্বল জ্যোতিষ্ক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং স্বাধীনতা আন্দোলনে অখণ্ড মেদিনীপুরের সক্রিয়তা নিয়ে যে কীর্তিগাথা রচিত হয়েছে তা প্রত্যেক মেদিনীপুরবাসীকে গৌরবান্বিত করে। তবে কোনটা বেশি তার তুল্যমূল্য বিচার বোধহয় আমরা কেউই করতে পারব না।

এহেন বিদ্যাসাগর মহাশয়ের জন্ম-দ্বিশতবর্ষ পূর্ণ হবে ১২ আশ্বিন, ২৯ সেপ্টেম্বর, ২০২০। অতিমারি করোনার আবহে যথাযোগ্য মর্যাদায় তাঁর জন্ম-দ্বিশতবর্ষ পালন করা সম্ভব হয়নি। বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইড লাইন মেনে কঠোর নিয়ন্ত্রণের পর কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার আনলক-৪ চালু করলেও আমরা বুঝতে পারছি যে করোনার  ভয়াবহতা   কিছুটা নিয়ন্ত্রিত হলেও তার প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে। তবে আনন্দের সাথে বলা যায় যে এত প্রতিকূলতার মাঝেও মেদিনীপুর সমন্বয় সংস্থা বিদ্যাসাগরের জন্ম-দ্বিশতবর্ষ পূরণের জন্মমাস জুড়ে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে।  প্রথমত ভার্চুয়াল সভায় আলোচনা ও হোয়াটস অ্যাপ গ্রুপে  তাঁকে নিয়ে বিভিন্ন লেখা,ছবি,তথ্য প্রকাশ করে যথার্থভাবে শ্রদ্ধা জানানো হবে। দ্বিতীয়ত বিদ্যাসাগরের চরিত্রের বলিষ্ঠতা, পৌরুষত্ব, কর্মনিষ্ঠা, নারীকল্যাণ তথা মানবকল্যাণে নিবেদিত প্রাণ, স্বনির্ভরতা প্রভৃতি আত্মস্থ করে আমাদের প্রাণাধিক  প্রিয় মেদিনীপুর সমন্বয় সংস্থাকে স্বাবলম্বী করা হবে। তার প্রথম পদক্ষেপ সংস্থাকে ঋণমুক্ত করা, দ্বিতীয় পদক্ষেপ অখণ্ড মেদিনীপুরবাসীর কল্যাণে ঝাঁপিয়ে পড়া। এই উদ্দেশ্যসাধনে পু্রো সেপ্টেম্বর মাস জুড়ে 'অনুদান সংগ্রহ অভিযান' চলবে। এই দুরূহ প্রয়াস সফল করতে 'মেদিনীপুর ভবন নির্মাণ তহবিল'এ মেদিনীপু্র সমন্বয় সংস্থার প্রত্যেক সদস্য/সদস্যা ও শুভাকাঙ্ক্ষী কে সাধ‌্যমত অনুদান দেওয়ার আহ্বান জানাই। আগ্রহী অনুদানকারীকে  সাধারণ সম্পাদক প্রঃ শিঃ রতিকান্ত মালাকার(9433818694) কিংবা আমার সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

 শুভেচ্ছাসহ

অধ্যাপক প্রণবেশ জানা

প্রাক্তন সাধারণ সম্পাদক

মেদিনীপুর সমন্বয় সংস্থা।

(9432261432)

৩১/০৮/২০২০।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়