বিহার বাঙালি সমিতি: ভাগলপুর শাখার কার্যকারিণী সভা
১৭ই অগাস্ট ২০২০ বিকেল ৫টায় দুর্গাচরণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিহার বাঙালি সমিতির ভাগলপুর শাখার কার্যকারিণী সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আয় ব্যয়ের হিসেব ও অডিট রিপোর্টে কোষাধ্যক্ষ পেশ করে যা সর্ব সম্মতিক্রমে পাশ করা হয়।
এই কোরানা মহামারী অসময় বিপদে অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থার জন্য যারা সাহায্য করেছেন (রত্না মুখার্জি , অমিতা মৈত্র, সোমনাথ সরকার, বঙ্গীয় সাহিত্য পরিষদ, অনুময় চৌধুরি, ডাঃ শঙ্কর, সুভাষ সংঘ, সুপানি মুখার্জি। তাঁদের সমিতির তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
শরৎচন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি ওয়েবিনার বা অনলাইন লাইভ করার সিদ্ধান্ত গৌতম সরকারের প্রস্তাবে নেওয়া হয়। এর জন্য একটি সাব কমিটির গঠন করা হয়।
শেষে শোক প্রস্তাব গৃহীত হয় ও রাষ্ট্রীয় গান
গেয়ে মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিবেদক – জয়জিৎ ঘোষ, সম্পাদক, ভাগলপুর শাখা
No comments:
Post a Comment