শহীদ
ক্ষুদিরাম
ঝাড়খন্ড বাঙালি সমিতির পাকুড় শাখার পক্ষ থেকে মঙ্গলবার ১১ ডিসেম্বর শহীদ ক্ষুদিরাম বোসের ১১২ তম বলিদান দিবস পালন করা হল। পাকুড় শাখার সচিব সোমনাথ দাস যুগ্মসচিব সর্বেশ্বর সাধু, পঞ্চানন সরকার, পার্থ মুখার্জি ও চন্দ্র শেখর সিংহ সামাজিক দূরত্ব পালন করে শহীদের মূর্তিতে মাল্যারপন করেন। সোমনাথ বাবু নিজের বক্তব্যের রেশ টেনে বলেন শহীদ ক্ষুদিরাম বোস মজফরপুর এর অত্যাচারী কালেক্টর কিংস ফোর্ড কে বোমা মেরে হত্যা করতে চেয়েছিলেন। ভুলবসত দুই জন মহিলার বোমার আঘাতে মৃত্য হয়। ব্রিটিশ সরকার বিচারের নামে প্রহসন চালিয়ে ক্ষুদিরাম দেশের সর্ব কনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসি দেয়। ২০১৫ সালে এখানে তৎকালীন ওয়ার্ড কমিশনার বেলা মজুমদার নিজের প্রচেষ্টায় ক্ষুদিরাম বোসের মূর্তি প্রতিষ্ঠা করেন। সেই সময় থেকে এখানে বলিদান দিবস পালিত হয়।
No comments:
Post a Comment