শহীদ ক্ষুদিরাম বোস এর ১১২তম মৃত্যুবার্ষিকী
আজ ১১ আগস্ট বিহার বাঙালি
সমিতি, বরারী শাখা মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বোস এর ১১২তম
মৃত্যুবার্ষিকী পালিত করেছে। উপস্থিত সভা’তে কেন্দ্রীয় সরকার এর দ্বারা নির্ধারিত
কোভিড নিয়ম পালন করে অনুষ্ঠান আয়োজন করা হয়।
বরারী শাখার তরফ থেকে
প্রেসিডেন্ট শ্রী তরুণ ঘোষ, সেক্রেটারি শ্রী দুলাল সরকার, ট্রেজারার শ্রী অসীম পাল, কনভেনর শ্রী অশোক সরকার,
শ্রী ঘোষ গৌরব এবং
বরারী শাখার তরফ থেকে
চালিত নিসুলখ বিদ্যালয় এর ছাত্র ছাত্রী র উপস্থিত ছিলেন। সকলে শহীদ ক্ষুদিরাম
বসুর ছবির উপর পুষ্পাঞ্জলি এবং মাল্যদান করেন এবং তাহার এই মহান স্বাধীনতা
সংগ্রামের বলিদান জন্যে ২ মিনিট মৌন ধারণ করা হয়। এই অনুষ্ঠানে বিহার বাঙালি
সমিতি’র, সেন্ট্রাল কমিটির তরফ থেকে যুগ্ম সচিব শ্রী তাপস ঘোষ এবং ভাইস প্রেসিডেন্ট
শ্রী সুবোধ কুমার ভৌমিক, জোন- ২ থেকে উপস্থিত ছিলেন।
বিদ্যালয় এর উপস্থিত
ছাত্র এবং ছাত্রীরা খোলা মাঠে কভিড এর সকল বিধি অনুযায়ী শহীদ ক্ষুদিরাম এর ছবির
উপর মাল্যদান করে। বাচ্চাদের কিছু সল্প আহার করানো হয়।
প্রতিবেদন - সুবোধ কুমার ভৌমিক, ভাইস প্রেসিডেন্ট, জোন - ২
No comments:
Post a Comment