শিবব্রত দেওয়ানজী

 

শিবব্রত দেওয়ানজী

চলে গেলেন শিবুদা, শিবব্রত দেওয়ানজী। ভিলাই বঙ্গীয় সাহিত‍্য সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। বাংলার বাইরের বাংলা সাহিত‍্য জগতের তিনি ছিলেন একটি অতি পরিচিত নাম। অসংখ‍্য কবিতা লিখেছেন, তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ‍্যাও কম নয়। দূরের খেয়া পত্রিকায় নিয়মিত লিখতেন। আজ ২২শে শ্রাবণ, তিনি চলে গেলেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বৎসর। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।

বাপি চক্রবর্তী, দূরের খেয়া, কানপুর

শিবব্রত দেওয়ানজী'র প্রয়াণ সংবাদ জেনে খারাপ লাগল। সঞ্চিতা পত্রিকা ওনাকে পাঠাতাম। মাঝে মধ্যে বিহার বাঙালি সমিতির কাজের প্রশংসা করে পোস্টকার্ডে চিঠি পাঠাতেন যা আমরা সঞ্চিতায় প্রকাশিত করতাম। দু একবার টেলিফোনে কথা হয়েছে। বহির্বাঙলার বাংলা ভাষার একজন যোদ্ধা ছিলেন। ওনার কোন হোয়াটসঅ্যাপ নম্বর বা ই-মেল আমার কাছে না থাকার জন্য জানুয়ারি ২০২০ থেকে সঞ্চিতা পত্রকা পাঠানো সম্ভব হয়নি। বিহার বাঙালি সমিতি ও সঞ্চিতা একজন শুভানুধ্যায়ীকে হারাল।

সুনির্মল দাশ



No comments:

Post a Comment

বর্ণপরিচয়