কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস
বাঙালি সমিতি, ঝাড়খন্ডের পাকুড় শাখার পক্ষ থেকে শুক্রবার পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সমিতির উপদেষ্টা ও বিশিষ্ঠ আইনজীবী নিরঞ্জন ঘোষ ও জগন্নাথ মণ্ডল কবি গুরুর মূর্তিতে মাল্যার্পন করে অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মুকুল ভট্টাচার্য, সম্পাদক সোমনাথ দাস, কেন্দ্রীয় সমিতির সদস্য মানিক দেব, সন্তোষ নাগ, পঞ্চানন সরকার, সর্বেশ্বর সাধু আরো অনেক। ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পবিত্র দিনে শহরের মধ্যমনিতে টাউন হলের পাশে কবি গুরুর মূর্তি প্রতিষ্ঠা করা হয় তৎকালীন ডেপুটি কমিশনার মনীশ রঞ্জন এর হাত দিয়ে। টেগোর সোসাইটি ফর রুরেল ডেভলাপমেন্ট এর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠা হয় কবি গুরুর মূর্তি। সেই সময় থেকে এখানে নিয়মিত পালিত হয় কবিগুরু জন্মদিন ও প্রয়াণ দিবস। করোনা সংক্রমণ এর ভয়াবহতা কে মাথায় রেখে সামাজিক দূরত্ব পালন করে একটি মনোগ্রাহী অনুষ্ঠান আয়োজিত হয়।
প্রতিবেদক - গৌতম
চট্টোপাধ্যায়, দুমকা।
No comments:
Post a Comment