পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মের দ্বিশতবার্ষিকী: বঙ্গীয় সংস্কৃতি সংসদ, পুণে

 পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মের দ্বিশতবার্ষিকী

                         ২৬শে সেপ্টেম্বর ১৮২০


এই বছর বাংলা ভাষা ও বাংলা  সাহিত্যের রূপকার পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মের দ্বিশতবার্ষিকী, ২৬শে সেপ্টেম্বর ১৮২০ সালে এই বিরল বাঙালী ব্যক্তিত্বের জন্ম হয়েছিল, সুতরাং আর দু-মাসের কিছু কম সময় পরেই তাঁর জন্মের দু'শ বছর পূর্ণ হবে

বঙ্গীয় সংস্কৃতি সংসদের পক্ষ থেকে ওই দিনটি উদযাপন করা হবে বলে স্থির করা হয়েছিল, একটি নাটক মঞ্চস্থ করা হবে, আলোচনা সভা ইত্যাদি ভাবনার আদান প্রদান হয়েছিল, সাংস্কৃতিক কমিটি ও কার্যকরী সমিতি এ বিষয়ে সহমত ছিলেন | কিন্তু এ সমস্তই অতিমহামারীর ফলে উদ্ভুত পরিস্থিতির আগের সময়ে আলোচিত।

সিদ্ধান্ত:


পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কল্পনাকে উন্মুক্ত ও প্রসারিত করে  নিতে হয়েছে | বর্তমান অবস্থায় আমাদের আবার সেই প্রযুক্তির সাহায্য নিতেই হবে | বঙ্গীয় সংস্কৃতি সংসদের কার্যকরী সমিতি সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে,

সিদ্ধান্ত ১) এখন থেকে পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত একটি বা দুটি ছোট তথ্য, ছোট লেখা, ছোট আলোচনা আমরা সংসদের দুটি বুদ্ধিমন্ত চলমান দূরাভাসযন্ত্রের প্রযুক্তিমাধ্যমে প্রকাশমান মন্ডলীতে  ক্রমান্বয়ে প্রকাশ করতে থাকবো যাতে আমাদের সকলের মধ্যে আগ্রহ ও উৎসাহ তৈরী হয় এবং এই মহামানব সম্পর্কে আমরা আরো বেশী করে জানতে পারি | আমরা প্রতিদিন কিছু তথ্য পরিবেশন করবো, আপনারা সবাই এই তথ্য পরিবেশনে অংশ নিতে পারেন | কিন্তু সবসময়েই তথ্য সূত্র উল্লেখ করতে হবে এবং অন্য কোনো WA গ্রুপ থেকে কোনো যাচাই না করা তথ্য পরিবেশন করা যাবে না | অর্থাৎ information authenticity is a must. আপনারা সরাসরি তথ্য জানাতে পারেন বা শ্রীমতী মধুমিতা ঘোষ, শ্রীমতী রাখী চ্যাটার্জী,    শ্রী অরুণ চট্টোপাধ্যায় বা শ্রী শুভাশিস বাগলের কাছে তথ্য পাঠাতে পারেন |

সিদ্ধান্ত ২) আমরা সংসদের সকল সদস্যের কাছে আবেদন করছি যে, বিদ্যাসাগর জন্মদ্বিশতবার্ষিকী উপলক্ষে যে যেমন পারবেন স্বরচিত রচনা আগামী ১০ই সেপ্টেম্বরের মধ্যে বৈদ্যুতিন পত্রের মাধ্যমে আমাদের কাছে পাঠাবেন, সকলের রচনা সংকলিত করে আমরা একটি বৈদ্যুতিন ক্রোড়পত্র প্রকাশ করবো ২৬শে সেপ্টেম্বর সকালে |

সিদ্ধান্ত ৩) ২৬শে সেপ্টেম্বর ২০২০ একটি নির্ধারিত সময়ে আমরা প্রযুক্তি সহায়তায় দুটি অনুষ্ঠান করবো, (ক) একটি প্রশ্নোত্তরের আসর, অংশ গ্রহণকারীদের আগেই নাম নথিভুক্ত করতে হবে, সংখ্যা যদি ১০০ জনের নীচে থাকে (নিশ্চিত ভাবে সেটাই থাকবে), তাহলে অনুষ্ঠানটি গুগুল মিট প্রযুক্তি মাধ্যমে হবে এবং (খ) একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিদ্যাসাগরের জীবন বা তাঁর প্রভাবে প্রভাবিত একটি বা দুটি ছোট শ্রুতি নাটক, স্বল্প দৈর্ঘের আলোচনা এবং সঙ্গীতাঞ্জলি | এই ব্যাপারে শ্রীমতী মধুমিতা ঘোষের সাথে উৎসাহী জনেরা আলোচনা করে কে কি করবেন সেগুলি জানিয়ে দেবেন | সেই অনুযায়ী, শ্রীমতী মধুমিতা ঘোষ আমাদের সবাইকে এই অনুষ্ঠানের পূর্ণাঙ্গ রূপরেখা জানাবেন | আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য | আসুন আমরা এই মহাপুরুষের জীবন আলোচনা করি সবাই একসাথে, নিজেরা সম্মৃদ্ধ হই আর আমাদের পরবর্তী প্রজন্মকে আলোকিত করি |

 

 

ধন্যবাদান্তে

 

সুজাতা পাল                 শুভাশিস বাগল

সভাপতি                     সাধারণ সম্পাদক      

 

* ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিটি শিল্পী B Hudson এঁকেছিলেন নিজের আগ্রহে এবং বিদ্যাসাগর তাঁর অনুরোধে রাজী হয়েছিলেন, আনুমানিক ১৮৫১-৫২ সালে

sansadpune@gmail.com,

sujatapaul123@rediffmail.com

subhasis_bagal@yahoo.co.in

arun.chattopadhyay2010@gmail.com ( 8805112500)

 

200 birth anniversary of Ishwarchandra Vidyasagar

26th September 2020

 

Dear Members,

 

Bangiya Sanskriti Samsad will digitally celebrate the 200 birth anniversary of Ishwarchandra Vidyasagar on 26th September 2020.

 

We hereby invite all to please submit writings (article, stories, poems, short drama etc.) on Ishwarchandra Vidyasagar. 

 

Last date of submission is 10th September 2020. We will be publishing an E-Newsletter / E-Magazine based on the number and volume of the writings we receive till the submission date. 

 

We have already started some awareness programs for this purpose in BSS WhatApp groups (2 groups). We will share those on a weekly basis in e-mail as well for all. Any member not connected in BSS WA group or left earlier and now willing to be connected with BSS WA group may kindly write to us (sansadpune@gmail.com) with your WA mobile number so that we can add you in the WA group. 

 

Your kind cooperation and support is solicited.

 

 

Warm Regards

 

 

Sujata Paul          Subhasis Bagal

President             General Secretary 

sansadpune@gmail.com,


No comments:

Post a Comment

বর্ণপরিচয়