মনিপুষ্পক আচার্য: শ্রদ্ধাঞ্জলি সভা, পাকুড়

 

মনিপুষ্পক আচার্য


ভারত সেবাশ্রম সংঘের পাকুড় শাখার হিন্দু মিলন মন্দিরে রবিবার সন্ধ্যায় একনিষ্ঠ ভাষা সৈনিক মনিপুষ্পক আচার্যের দ্বিতীয় প্রয়াণ দিবস পালিত হল। বাঙালি সমিতির সদস্যরা মনি পুষ্পক বাবুর চিত্রে মাল্যাদান করেন। কমলা গাঙ্গুলি মনিপুষ্পক বাবুর ‘আমি’ কবিতা পাঠ করে অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ আইনজীবী ও বাঙালি সমিতির উপদেষ্ঠা নিরঞ্জন ঘোষ, সোমনাথ দাস, শুভেন্দু মণ্ডল, পঞ্চানন সরকার, সর্বেশ্বর সাধু, গুরুজিৎ গাঙ্গুলি, চন্দ্র শেখর সিংহ উপস্থির ছিলেন। মনিপুস্পকবাবু দীর্ঘ দিন বিহার বাঙালি সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই সঙ্গে পাকুড় থেকে ‘পাকুড় পাতা’ সাহিত্য পত্রিকা প্রকাশ করতেন। উনি বাংলা, হিন্দি, ইংরেজি উর্দু ও সাঁতালি ভাষায় দক্ষ ছিলেন। ‘পাকুড় পাতা’য় এক পাতা সাঁতালি শিক্ষা বিষয়ের লেখা প্রকাশ করতেন।                           

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা।

No comments:

Post a Comment

বর্ণপরিচয়