নুতন শিক্ষা নীতি
কেন্দ্র সরকার নুতন শিক্ষা নীতি চালু করে মাতৃভাষায় প্রারম্ভিক শিক্ষা’কে বাধ্যতামূলক করেছে। কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের ভূয়সী প্রসংশা করেছে, রাজ্যের ভাষা সংগঠন গুলি একাডেমির সেক্রেটারি মৃগেন বিশ্বাস কেন্দ্র সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের সচিব অমিত খেরে কে এই মর্মে পত্র দিয়ে নুতন শিক্ষা নীতির প্রসংশা করেছেন। কেন্দ্র সরকার এই শিক্ষা নীতিতে তৃসূত্র ভাষ ফর্মুলা চালু করার কথা বলেছে। দেশের কয়েকটি রাজ্যে তৃসূত্র ভাষা ফর্মুলা চালু করার বিরোধিতা করে, সরকারের ওই সিদ্ধান্ত কে কৌশলে হিন্দি চাপিয়ে দেবার কথা বলেছে। অথচ স্বাধীন ভারতে ভাষা নীতি নির্ধারণ করে তৃসূত্র ফর্মুলা চালু করা হয়েছে। রাজ্যে বাংলা, ওড়িয়া, হিন্দি ও ইংরেজি শিক্ষার মাধ্যম। সংখ্যা গরিষ্ঠ ৪২ প্রতিশত ছাত্র বাঙালি। শিক্ষার মাধ্যম বাংলা চালু থাকা শর্তে শিক্ষা বিভাগের এক শ্রেণীর আমলারা বাংলা পাঠ্যপুস্তক এর সংকট উৎপন্ন করে ওই ছাত্র দের ভাষান্তরন করার কাজ করছে। মাতৃভাষা’তে প্রারম্ভিক শিক্ষা’কে বাধ্যতামূলক করার জন্য সব থেকে বেশী লাভবান হবে এখানকার আঞ্চলিক ও উপজাতি ভাষাভাষী ছাত্রেরা।
প্রতিবেদক – গৌতম
চট্টোপাধ্যায়, দুমকা
No comments:
Post a Comment