পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্ম জয়ন্তী পালন: ভারত জ্ঞান বিজ্ঞান সমিতি

 

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্ম জয়ন্তী পালন

দয়ার সাগর করুনার সাগর, পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্ম জয়ন্তী উপলক্ষে শনিবার বিদ্যাসাগর স্মৃতিরক্ষা সমিতি ও জ্ঞান বিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হল। অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে অংশ গ্রহণ করেন জামতাড়া জেলার ডেপুটি কমিশনার ফেজ আহমেদ মুমতাজ, সঙ্গে ছিলেন ডি. আর. ডি. এর নির্দেশক। বিদ্যাসাগর পার্কে মাল্যদান এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ঠ আইনজীবী অরুণ কুমার বোস, সঙ্গে ছিলেন দেবাশীষ মিশ্র, চন্দন মুখার্জি, জ্ঞান বিজ্ঞান সমিতির জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক, কাশী নাথ চ্যাটার্জি, লেখক ও সাহিত্যিক অজিত রায় ও সমিতির জামতাড়া জেলার সভাপতি দুর্গদাস ভান্ডারী। সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সাঁতাল বিদ্রোহে পর এখান কার দুর্গত মানুষের সেবা করতে কোলকাতার ব্যস্ত জীবন ছেড়ে এখানে এসে স্থায়ী ঠিকানা বানান। দীর্ঘ ১৮ বছর এখানে নারী শিক্ষা, হোমিওপ্যাথি চিকিৎসা ও রাত্রি পাঠশালা চালু করেন। বিহার বাঙালি সমিতি ওই মহাপুরুষের বিশাল কর্মকান্ড কে নিয়ে এখানে ‘নন্দন কানন’কে ভাষা সংস্কৃতির পীঠস্থান রূপে উন্নিত করেছে। জ্ঞান বিজ্ঞান সমিতি জন্ম জয়ন্তী পবিত্র দিনে বাইক মিছিল করে অনুষ্ঠানে আলাদা মাত্রা এনে দেয়।

প্রতিবেদক - গৌতম চট্টোপাধ্যায়, দুমকা।

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০১ তম জন্ম জয়ন্তী পালন

সকাল ১১.৩০ সেন্ট এন্টোনি স্কুল (St Anthony's  School), জামতাড়া’তে জ্ঞান বিজ্ঞান সমিতি, ঝাড়খন্ড জেলার সদস্যগণ  এবং স্কুলের শিক্ষক ছাত্রীরা গান পরিবেশন করেন। Dumka, Deoghar, Dhanbad, Giridih, East Singbhum, Jamtara, Pakur, Ramgarh জেলার  সমিতির ১০০জন সদস্য মোটরসাইকেলে ‘বিদ্যাসাগর চেতনা যাত্রা’ করে।







বিদ্যাসাগর লাইব্রেরি, জামতাড়ায় আসেন এখানে ভারত জ্ঞান বিজ্ঞান সমিতির,  সচিব  D. D. Bhandari,  President Chandi Das Puri, Sachindra nath Ghosh, Dr PKSarkhel, Dr Chanchal উপস্থিত ছিলেন। অরুণ কুমার বোস বিদ্যাসাগরের চিত্রে মাল্যদান করেন। ঝাড়খণ্ড জ্ঞান বিজ্ঞান সমিতির সদস্যগণও সকলে মাল্য দান করেন। ভারত জ্ঞান বিজ্ঞান সমিতির,  General Secretary Dr. K. N. Chattrjee, Vice President Dr. Madan Sarkar, President  GVS Dhanbad Baleswar Bauri, Joint Sect Jharkhand GVS Bholaram Sanjit Bhandari, GVSsecy Dumka Prem Mohli, Secy GVS Giridih Baijnath Prasad, Vidyasagar University,  Bengali Writer Ajit Roy High Court Ranchi Advocate Sourav Chatterjee  Viswanath Singh উপস্থিত ছিলেন।

প্রতিবেদন - দুর্গা দাস ভান্ডারী

No comments:

Post a Comment

বর্ণপরিচয়