বিদ্যাসাগর দ্বিশতজন্মবার্ষিকী পালন
বিদ্যাসাগর স্মৃতিরক্ষা সমিতি, ‘নন্দন কানন’, কর্মাটাঁড়, পরিসরে আজ বিদ্যাসাগরের
মূর্তিতে মাল্যদান, ছাত্রছাত্রীদের মানপত্র এবং নগদ পুরস্কার অর্থ, জামতাড়া জেলার
ডেপুটি কমিশনার মাননীয় ফেজ আহমদ সাহেব প্রদান করেন।
বিদ্যাসাগর রেল স্টেশন এ বিদ্যাসাগর পার্কেও মাল্যদান করা
হয়। ‘নন্দন কানন’
পরিসরে বৃক্ষরোপন করা হয়।
ডেপুটি কমিশনার সাহেব বলেন যে জেলা প্রশাসন ‘নন্দন কানন’
পরিসরের উন্নতির জন্য যথাসম্ভব কাজ করবে এবং সমস্ত রকমের প্রশাসনিক
সাহায্য করবে।
তার সাথে স্থানীয় বি.ডি.ও (BDO), CO, DRDA ডাইরেক্টর
উপস্থিত ছিলেন. সমিতির সভাপতি শ্রী অরুণ কুমার বসু সভাপতিত্ব করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সম্পাদক দেবাশিষ মিশ্র, তিনি ডেপুটি কমিশনার সাহেবকে স্মৃতি চিন্হ প্রদান করেন।
সমিতির সহ-সম্পাদক চন্দন মুখার্জী ব্যবস্থাপনায় ছিলেন।
সমাজসেবী দুর্গাদাস ভান্ডারী ৬জন
ছাত্র-ছাত্রীদের উপহার প্রদান করেন। উজ্জ্বল দুবে, মহাপ্রসাদ দত্ত,
শ্রী ধ্রুবদাস মিশ্র, রাজেন্দ্র
মন্ডল, জ্যোতি কুমারী এবং অন্যেরা উপস্থিত ছিলেন।
কোভিড প্রটোকল মান্য হয়েছে ....
সমিতির পক্ষ
থেকে রেলের তৈরি করা বিদ্যাসাগর পার্কের স্বচ্ছতা সমিতির পক্ষ থেকে করা হয়, এবং এই বাবদ অর্থ সাহায্য বিহার বাঙালী সমিতির
সভাপতি শ্রী দিলীপ সিনহা করে আসছেন সমিতির স্থানীয় সদস্য রা উপস্থিত এবং আয়োজনটি
সুচারু ভাবে সম্পন্ন করেছেন।
No comments:
Post a Comment