শ্রদ্ধাঞ্জলি: পূর্ব রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
গত ০৬.০৯.২০২০ রবিবার বিহার বাঙালি সমিতি
জামালপুর শাখা তরফ বারোয়ারি তলা প্রাঙ্গণে ভারতের পূর্ব রাষ্ট্রপতি প্রণব মুখার্জি
মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। বিহার সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী সেলস
কুমার জি প্রয়াত প্রণব মুখার্জি’র চিত্রে ফুল এবং প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে
প্রার্থনা করেন ভগবান যেন ওঁনার আত্মাকে শান্তি দেন।
এই উপলক্ষে সমিতির সদস্য সহ অন্যান্যরা উপস্থিত
ছিলেন।
প্রতিবেদক - প্রহ্লাদ ঘোষ, সম্পাদক, জামালপুর শাখা
No comments:
Post a Comment