শহীদ ক্ষুদিরাম বোস
শহীদ ক্ষুদিরাম বোস স্মারক সমিতির সেক্রেটারি আশুদেব মাহাতো সোমবার সারায়কেল - খারশোয়া জেলার ডেপুটি কমিশনার ইকবাল আনসারী সঙ্গে দেখা করে চন্ডিলের কান্ডরা চকে শহীদ ক্ষুদিরাম বোসের আবক্ষ মূর্তি পুন প্রতিষ্ঠার বিষয়ে লিখিত আবেদন দিয়েছেন। ২০১৯ সালে শহীদ ক্ষুদিরাম বোসের প্রয়ান দিবসের দিন চন্ডিলের তৎকালীন এস ডি ও ওই স্থান টি কে বিবাদিত বলে আবক্ষ মূর্তিটি উপড়ে দেন। মূর্তিটি এস ডি ও কোথায় রেখেছেন স্মারক সমিতির সদস্য ও রাজ্যের ক্ষুদিরাম বোস অনুরাগীরা সেই বিষয়ে অন্ধকারে আছে। রাজ্যের একটি ভাষা সংগঠন সেই সময় থেকে মূর্তিটি পুনঃ প্রতিষ্ঠা করার দাবি করে আসছে। বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে বিষয়টি তুলে ধরে মূর্তি পুনঃ প্রতিষ্ঠার দাবি করে। রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন ও আবাস বিভাগের এডিশনাল সেক্রেটারি চন্দন কুমার বিষয় টির নিষ্পত্তি করার জন্য ডেপুটি কমিশনার কে চিঠি দিয়েছেন। ডেপুটি কমিশনার গত সপ্তাহে স্মারক সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা করেন। ডেপুটি কমিশনার এর আদেশে শনিবার সারায়কেলার এস ডি ও বসারত কয়ুম স্মারক সমিতির সদস্য দের সঙ্গে আলোচনা করে ক্ষুদিরাম বোস চকের ওই স্থান টি কে বিবাদিত বলে অন্য কোন জায়গা কে নির্ধারিত করে সোমবার লিখিত আবেদন দিতে বলেন । বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতির স্টেট সেক্রেটারি গৌতম চট্টোপাধ্যায় এর সঙ্গে আশুদেব মাহাতো আলোচনা করে সোমবার ডেপুটি কমিশনার কে লিখিত আবেদন দিয়ে জানিয়েছেন ২০১৬ সাল থেকে সমিতি এখানে প্রয়ান দিবস পালন করছে, কোন বিবাদ হয়নি।প্রশাসন যদি অন্যত্র মূর্তি প্রতিষ্ঠা করার অনুমতি দেয় সমিতি মেনে নেবে। তবে সমিতি ক্ষুদিরাম বোস চকে কোন রাজনৈতিক দলের নেতার আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করার তীব্র বিরোধিতা করবে। বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষা সমিতি স্মারক সমিতির সিদ্ধান্ত কে সমর্থন করেছে।
No comments:
Post a Comment