প্রয়াত: রামায়ণ প্রসাদদা

                                               প্রয়াত: রামায়ণ প্রসাদদা


গভীর দু:খের সঙ্গে জানাই আমাদের সকলের প্রিয় কাছের মানুষ ও সমিতি পূর্ণিয়া শাখার সহ সভাপতি শ্রী রামায়ণ প্রসাদদা গতকাল রাতে আমাদের সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা শোকস্তব্ধ।

রামায়ণদা ছিলেন সর্বদা হাসিখুশী, সক্রিয় প্রাণবন্ত মানুষ। তিনি ছিলেন SBI Pensioners Association এর DGS.

Youth Hostel Association of India বিহার রাজ্য সমিতির কোষাধ্যক্ষ।

এখনও বিশ্বাস হচ্ছে না রামায়ণদা আমাদের মধ্যে নেই।

তাঁর চির শাশ্বত আত্মার শান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবার ও নিকটজনদের জানাই গভীর সমবেদনা।

শোকস্তব্ধ

অজয় সান্যাল

রাণা কর্মকার, মুজফরপুর:  ওম শান্তি

পরেশ কুমার মুখার্জী: খুবই দুঃখজনক খবর,ওনার আত্মার শান্তি কামনা করছি।

সুভাষ চন্দ্র মিত্র, ছাপড়া: ওঁ শান্তি

জয়জিৎ ঘোষ, ভাগলপুর: ভাগলপুর শাখার তরফ থেকে ওনার আত্মার শান্তি কামনা করি ও পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই।

চিত্তরঞ্জন শর্মা, কিশনগঞ্জ: ভগবানের কাছে উনার আত্মার শান্তি কামনা করি ও উনার পরিবারের জন্য আন্তরিক সমবেদনা।

প্রণব দাস, ফরবেশগঞ্জ: ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ওনার আত্মার শান্তি হোক।

তরুণ ঘোষ (সভাপতি), বরারী শাখা, ভাগলপুর:

শ্রী রামায়ণ বাবুর আকস্মিক প্রয়াণে আমরা শোকাহত। বরারী শাখার তরফে গভীর সমবেদনা যানাই ।ওনার পবিত্র আত্মার চির শান্তি প্রার্থনা করি। পরিবারের সদস্য ও প্রিয়জন শিঘ্র স্বাভাবিক জীবনে ফিরে আসার কামনা করছি।                

।। শান্তি ।।                         

BA Kishanganj Asish Ghosh: গত রাতে খবরটা পেয়েছি, রামায়নদা আমাদের সকলের অত্যন্ত কাছের একজন প্রিয় মানুষ হঠাৎ এভাবে চলে যাবেন ভাবতে পারছি না গত সপ্তাহে ওনার সাথে কথা হয়েছিলো।

ওনার আত্মার শান্তি কামনা করি।

কিশনগঞ্জ শাখার পক্ষ থেকে ওনার আত্মার শান্তি কামনা করি শোকাহত পরিবারজনেদের  জানাই গভীর সমবেদনা।

এছাড়া সমিতির অন্যান্য সদস্যগণও শোক প্রকাশ করেছেন – সুবোধ ভৌমিক, রত্না মুখার্জী, অতুল কৃষ্ণ দাস, নারায়ণ চন্দ্র দাস, শবরিতা দাস।

 

No comments:

Post a Comment

বর্ণপরিচয়